জবির নতুন প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন

আগের সংবাদ

শেখ হাসিনার ইউরোপ জয় : মিউনিখ সফর > সরকার প্রধানদের অভিনন্দনে সিক্ত > শেখ হাসিনাকে ঘিরেই সবার আগ্রহ > বক্তব্যে যুদ্ধবিরোধী বার্তা প্রসংশিত

পরের সংবাদ

তরুণদের অভিনয়ে শর্টফিল্ম ফেস্ট

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : বরাবরের মতো এবারের ভ্যালেন্টাইনস ডে’ উপলক্ষে টাইগার মিডিয়া ব্যতিক্রম আয়োজন করেছে দর্শকদের জন্য।
এবার তারা আয়োজন করেছে ‘সাজগোজ নিবেদিত শর্টফিল্ম ফেস্টভ্যাল’। এতে থাকছে ব্যতিক্রমধর্মী পাঁচটি গল্পের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। স্বল্পদৈর্ঘ্যগুলো হচ্ছে- ‘ডাকনাম’, ‘দিয়া’, ‘নিষিদ্ধ’, ‘খুশবুু, ‘প্রথম প্রেমের বানান ভুল’। এগুলো পর্যায়ক্রমে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। আলোক হাসান তানহা তাসনিয়া, আবদুল্লাহ আল সেন্টু, বাঁধন খান, শিখা মৌ, ফেতেমা হিরাকে নিয়ে নির্মাণ করেছেন ‘দিয়া’। এটি রচনা করেছেন এইচডি সিফাত হোসেন। এর ক্যামেরায় ছিলেন মহী শান্ত। রুবেল আনুশের এর কাহিনি ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘খুশবু’। সংলাপ লিখেছেন রিজবি আলামিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্বাসশত দত্ত, আইশা খান, সাবিহা রিংকু, সালমান সানি। ক্যামেরায় ছিলেন রফিক মোহাম্মদ। পার্থ শেখ, নওবা হোসাইন, স্বপ্না, মনা, হাসিবকে রুবেল আনুশ বানিয়েছেন ‘প্রথম প্রেমে বানান ভুল’। এটির গল্পও তার। সংলাপ রিজবি আলামিনের। ক্যামেরায় ছিলেন রফিক মোহাম্মদ। সংগীত পরিচালনায় জাহিদ আনন। আরজে ভিকির রচনায় ‘নিষিদ্ধ’ নির্মাণ করেছেন আলোক হাসান। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মীর রাব্বী ও পূর্বা। ক্যামেরায় ছিলেন মহী শান্ত। ‘ডাকনাম’ এর কাহিনী লিখেছেন ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুন মীম, সুমন রহমান, আরিফ হক, জামসেদ আলি। ক্যামেরায় ছিলেন শাহরিয়ার চয়ন। সংগীত পরিচালনা করেছেন আমির মোস্তফা খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়