রাজধানীতে ৩ দিনের সুন্নি ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি

আগের সংবাদ

পোশাক খাতে সম্ভাবনার আলো

পরের সংবাদ

‘একবার হলেও ইতালি যেতে চাই’

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

নিজেকে আবিষ্কারের অন্যতম মাধ্যম ভ্রমণ। সবাই কমবেশি ভ্রমণ করতে পছন্দ করে। আজ জানাব পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসের ভ্রমণ নিয়ে নানা অভিজ্ঞতা

পছন্দের ভ্রমণের জায়গা?
ভ্রমণ করতে আমি খুব পছন্দ করি। সুযোগ পেলেই ভ্রমণ করার চেষ্টা করি। দেশে আমার পছন্দের ভ্রমণের জায়গা বান্দরবান।
আর দেশের বাইরে পছন্দের জায়গা সিটি অব জয়খ্যাত কলকাতা, লন্ডন এবং নিউইর্য়ক।

সর্বশেষ কোথায় ভ্রমণ করেছেন?
সম্প্রতি ভ্রমণ করেছি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখানে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করতে গিয়েছিলাম। গত মাসে সেটাই শেষ ভ্রমণ আমার।

ভ্রমণের বিশেষ স্মৃতি?
সব ভ্রমণেই কোনো না কোনো বিশেষ স্মৃতি হয়। তবে নায়াগ্রা জলপ্রপাতে গিয়েছিলাম; সেখানে গিয়ে যতক্ষণ অবস্থান করেছি, দেখেছি এবং যা যা করেছি সেগুলো আজীবন মনে থাকবে।
পছন্দের ভ্রমণসঙ্গী?
আমি বেশির ভাগ সময়ই একা ভ্রমণ করে থাকি। তবে যেহেতু আমার ভ্রমণের শুরুটা বাবা-মায়ের সঙ্গে, তারাই আমার প্রিয় ভ্রমণ সঙ্গী সবসময়ের জন্য। এছাড়া কিছু বন্ধুর সঙ্গেও ভ্রমণে খুব একটা মন্দ লাগে না। তবে আমি সবসময় একা ভ্রমণ করতেই বেশি পছন্দ করি।

কেন ভ্রমণ করা উচিত?
ভ্রমণ করলে মানসিক অবসাদ দূর হয়। ভ্রমণ মানুষকে প্রসারিত করে। জ্ঞানের পরিধি, চোখের শান্তি এবং মনের অবস্থান পরিবর্তন করে ভ্রমণ। যার যার অবস্থান থেকেই সুযোগ পেলে ভ্রমণ করা উচিত। ভ্রমণ করলে নিজের হারিয়ে ফেলা সত্তাকে খুঁজে পাওয়া যায়।

সুযোগ পেলে যে জায়গাটিতে যেতে চান
কাজ ও কাজের বাইরে বিভিন্ন জায়গা এবং বিভিন্ন দেশে ভ্রমণ করেছি। তবে আমি সুযোগ পেলে একবার হলেও ইতালিতে যেতে চাই।

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়