গাজীপুরে ৪ ঘণ্টার চেষ্টায় কারখানার আগুন নিয়ন্ত্রণে

আগের সংবাদ

রোডম্যাপ বাস্তবায়নে সংশয়

পরের সংবাদ

আমাদের দেখা হয় প্রতিদিন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

আমাদের প্রতিদিন দেখা হয়
প্রতিদিনই কথা হয়,
তবু মনে হয় কতদিন দেখি না,
ব্যস্ততার চশমায় ঢাকা থাকে চোখের রেটিনা।
মাকড়সার জালে জড়িয়ে ধুলো
জমে বোবা হয়ে থাকে রোমান্টিক কথারা।

আমাদের প্রতিদিন দেখা হয়
তবু কখনো বৃষ্টিতে ভেজা হয় না একসঙ্গে,
জানালা দিয়ে দেখা হয় না রংধনু,
কানে কানে চুপিসারে
ফিসফিস করে বলা হয় না
আজ তোমাকে খুব সুন্দর লাগছে।

আমাদের প্রতিদিন দেখা হয়
তবু একসাথে কখনো বিকেলের সূর্যাস্ত দেখা হয় না।
গোধূলির রঙে নিজেদের কখনো রাঙানো হয় না।
চোখে চোখ রেখে নীরবে নিভৃতে মুচকি
হেসে উপলব্ধি করা হয় না
ভালোবাসার প্রখরতা।

আমাদের প্রতিদিন দেখা হয়
তবু এক সাথে দাঁড়িয়ে
আকাশের নক্ষত্রগুলো দেখা হয় না,
রুপালি চাঁদের আলোয় মধুর
আলাপন জমে উঠে না।
নিস্তব্ধতার মাঝে আনন্দ খোঁজা হয় না।

আমাদের প্রতিদিন দেখা হয়
তবু কেন জানি মনে হয়
আবার দেখা হোক নতুন করে,
সমস্ত ব্যস্ততাকে ছুটি দিয়ে।
জীবনের রঙিন অধ্যায়ে মেতে উঠি আবার।
দেখা হোক কোন সমুদ্র পাড়ে তোমার আমার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়