ঢাকায় কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি : গণঅধিকারের মিছিলে লাঠিচার্জ

আগের সংবাদ

রমজান ঘিরে অস্থির বাজার

পরের সংবাদ

সুপারগার্ল চরিত্রে মিলি অ্যালকক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : ‘হাউস অব দ্য ড্রাগন’ দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। এবার ডিসির সুপারহিরো জগতে পা রাখলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত হলিউড তারকা মিলি অ্যালকক। ডিসি ইউনিভার্সের ‘সুপারগার্ল : ওমেন অব টুমরো’ সিনেমায় অভিনয় করতে চলেছেন মিলি। এতে ডেভিড কোরেন্সওয়েটকে সুপারম্যানের চরিত্রে দেখা যাবে। এছাড়া লোইস লেনের চরিত্রে রাচেল ব্রসনাহান, লেক্স লুথর চরিত্রে নিকোলাস হোল্ট, ইভ টেশমাচারের চরিত্রে সারা সাম্পাইও, গ্রিন ল্যান্টার্ন চরিত্রে নাথান ফিলিয়ন, হকগার্ল চরিত্রে ইসাবেলা মার্সেড, মিস্টার টেরিফিক চরিত্রে এডি গ্যাথেগি, ইঞ্জিনিয়ার হিসেবে মারিয়া গ্যাব্রিয়েলা ডি ফারিয়া, মেটামোরফো চরিত্রে অ্যান্টনি ক্যারিগান এবং জিমি ওলসেন চরিত্রে স্কাইলার জিসোন্ডো অভিনয় করবেন। আসন্ন সুপারগার্ল সিনেমাটিতে সুপারম্যানের কাজিন কারা জোর-এল চরিত্রে (সুপারগার্ল) অভিনয় করবেন মিলি। তবে কবে থেকে এটির নির্মাণকাজ শুরু হবে সে বিষয়ে এখনো কিছু বলা হয়নি। পরিচালক হিসেবে কে থাকছেন সেটিও ঘোষণা হয়নি। পরিচালক চূড়ান্ত হলে কয়েক মাসের মধ্যেই সিনেমার শুটিং শুরু করবে প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রস। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত অ্যালকক অস্ট্রেলিয়ান টিভিতে কিশোর বয়সে তার অভিনয় জীবন শুরু করেন। এরপর এইচবিও থেকে ‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়েল সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’ দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। শোটির প্রথম পাঁচ পর্বে টারগারিয়েন রাজকুমারীর চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়