ঢাকায় কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি : গণঅধিকারের মিছিলে লাঠিচার্জ

আগের সংবাদ

রমজান ঘিরে অস্থির বাজার

পরের সংবাদ

মুক্তির তারিখ পেছাল ‘কাজল রেখা’র

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : আবারো মুক্তির তারিখ পেছাল গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘কাজল রেখা’। পূর্বে একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি পিছিয়েছে এ সিনেমার। ৯ ফেব্রুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। কারণ সিনেমা এখনো সেন্সরে জমা পড়েনি। এর মধ্যেই শোনা যাচ্ছে, আগামী পহেলা বৈশাখে প্রেক্ষাগৃহে আসতে পারে ‘কাজল রেখা’। নির্মাতা গণমাধ্যমকে বলেন, এখনো মুক্তির বিষয়ে চূড়ান্ত কিছু বলতে পারছি না। কারণ মুক্তির আগে সঠিকভাবে প্রচারণার কিছু বিষয় থাকে। যেহেতু ষোলোশ শতকের গল্প নিয়ে কাজ করা, তাছাড়া এখানে বিশটির মতো গান রয়েছে। অনেক আয়োজনের বিষয় ছিল, চার শতাধিক অ্যাকুয়াস্টিক ব্যবহার করা হয়েছে এখানে যেটা সচরাচর হয় না। পোস্ট প্রোডাকশনে একটু সময় লেগেছে আমাদের। নির্মাতা আরো বলেন, এখন আমাদের সিনেমা পুরোপুরি রেডি। সিনেমাটি আগামী রবিবার সেন্সর বোর্ডে জমা দেব। সেন্সর পাওয়ার পর আমরা একটি মুক্তির তারিখ ঘোষণা করব এবং সেটা হাতে প্রচারণার সময় রেখে। এখন পর্যন্ত বৈশাখ পরিকল্পনা করছি। দেখা যাক। আগে সেন্সর পাক তারপর বাকিটা। ‘কাজল রেখা’র বিভিন্ন চরিত্রে রয়েছেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। সরকারি অনুদানের এ সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়