সোহরাওয়ার্দী উদ্যান থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আগের সংবাদ

নেতৃত্বে শীর্ষে সংখ্যায় কম

পরের সংবাদ

অক্সিজেন

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

দেখতে দেখতে প্রায় তিন দশক পেরিয়ে গেল
ভুলে গেছি অনেক কিছুই
উত্থান পতনে স্মৃতির ক্ষুরধার লোপ পেয়েছে।

আনন্দের মুহূর্তগুলো যদিও ক্ষণস্থায়ী
দুঃখগুলো ক্ষত হয়ে একচেটিয়া রাজত্ব করে বেড়ায়
একটা সময় ধুলার প্রলেপ জমে ওটাও ঢেকে যায়
কিন্তু তোমার আমার সাক্ষাতের সেই দিনটি
আজও তারুণ্যের রূপ নিয়ে ভেসে বেড়ায় অক্সিজেন হয়ে,
কখনো দীর্ঘশ্বাস হয়ে কার্বন নিঃসরণ করে, কখনো
সুগন্ধী ফুল হয়ে সৌরভ ছড়িয়ে বুক ভরে, আবার
অনুপ্রেরণা হয়ে ঠাঁই নেয় সময়ের ফাঁকফোকরে।
তবুও বলি, তবুও বলব-
পারো যদি অন্তিমকালে একবার, মাত্র একবার
জল হয়ে এসো আমার শেকড়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়