বাংলাদেশে বাণিজ্য বাড়াতে চায় মিসর : বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূূতের সাক্ষাৎ

আগের সংবাদ

স্বতন্ত্র এমপিরা কী চান

পরের সংবাদ

ছেলেকে নিয়ে বাবার গান

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ‘বৃষ্টি এখন আর ভালো লাগে না, কান্নার শব্দ মনে হয়, মেঘলা আকাশ কেমন যেন, বেদনার চাদরে ঢেকে রয়, আমার বুকে কেন বৃষ্টি অঝোরে ঝরে পড়ছে, তবু সারাক্ষণ, আমার হৃদয় মন, নিবিড় অপেক্ষা করছে’ এই লাইনগুলোর প্রতিটি শব্দই যেন কুমার বিশ্বজিতের বর্তমান জীবনের প্রতিধ্বনি। এই কথার গানটি একমাত্র ছেলে নিবিড় কুমারকে উৎসর্গ করে গেয়েছেন শিল্পী কুমার বিশ্বজিৎ। গত বছরের ১৪ ফেব্রুয়ারি টরন্টোয় এক সড়ক দুর্ঘটনায় আহত হন কুমার বিশ্বজিতের একমাত্র পুত্র নিবিড়। তার সঙ্গে থাকা তিন বন্ধুর সবাই দুর্ঘটনায় মারা যান। আর অলৌকিকভাবে বেঁচে যাওয়া নিবিড় তখন থেকেই সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন। গত এক বছরে নিবিড়ের মস্তিষ্ক ও পাকস্থলিতে কয়েক দফা অস্ত্রোপচার করা হলেও তার অবস্থা স্বাভাবিক হয়নি। বুধবার নিবিড়ের জন্মদিন। এই দিনে ফেসবুকে গানটির টিজার প্রকাশ করে কুমার বিশ্বজিৎ বলেছেন, এটি ‘আর্তির গান, অপেক্ষার গান’। ‘নিবিড় অপেক্ষা’ শিরোনামের গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম। সংগীতায়োজন করেছেন কিশোর দাস। প্ল্যাটফর্ম এন্টারটেইনমেন্টের পরিবেশনায় ‘নিবিড় অপেক্ষা’ নামের বিশেষ এই গান একযোগে দেশের ১৮টি ব্যানার থেকে উন্মুক্ত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়