আইনমন্ত্রী : জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য ৬৪৮ এমপির কথা বলা হচ্ছে

আগের সংবাদ

উপজেলা নির্বাচনের আগেই বিবাদ মেটাতে চায় আ.লীগ : ভোটের কোন্দল

পরের সংবাদ

আসছে শাহরুখের তিনটি ব্লকবাস্টার

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-এর সাফল্যের পর সঞ্জয় লীলা বনসালি তার আসন্ন ওয়েব সিরিজ ‘হিরামান্ডি’-এর পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন এতদিন। এখন শোনা যাচ্ছে, খ্যাতমান চলচ্চিত্র নির্মাতা ২০২৪ সালের মে মাস থেকে তার পরবর্তী ছবির কাজ শুরু করতে প্রস্তুত। পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, সঞ্জয় লীলা বনসালি বর্তমানে ২০২৪ সালে বড় পর্দার জন্য একটি নতুন ফিচার ফিল্ম শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সঞ্জয় লীলা বনসালির এই নতুন সিনেমার প্রি প্রোডাকশনের কাজ এখন চলছে সমানতালে। মে বা জুন মাসে ছবির ঘোষণা হতে পারে। আর তখনই শুরু হবে শুট। ছবির নাম ইনশাল্লাহ! এই প্রোজেক্টে যোগ দেয়ার কথা রয়েছে শাহরুখ খানের। শোনা যাচ্ছে, প্রাথমিক পর্যায়ের কথাও হয়ে গিয়েছে। তিনি আগ্রহ প্রকাশ করলেও, এখনো কোনো পাকাপাকি সিদ্ধান্ত আসেনি। প্রসঙ্গত, এর আগে ‘ইনশাল্লাহ’ ছবিতে কাজ করার কথা ছিল সালমন খান ও আলিয়া ভাটের। তবে পরিচালকের সঙ্গে সৃজনশীল মতভেদের কারণে ছবিটি স্থগিত রাখা হয় এতদিন। এদিকে ২০২৩ সালে শাহরুখ খান দিয়েছেন পরপর তিনটি হিট। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। ছবির প্রচারেও জান লড়িয়ে দিয়েছিলেন। আপাতত রয়েছেন বিশ্রামের মুডে। অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, নতুন বছর পরিবারের সঙ্গে কাটাতে শাহরুখ খান চলে গিয়েছেন সবাইকে নিয়ে লন্ডনে। হাতে রয়েছে কিছু স্ক্রিপ্ট। ছুটি কাটিয়ে ফিরেই হয়তো করবেন ফাইনাল। সব ঠিক থাকলে ২০২৪ সালেও তিনটি ব্লকবাস্টার উপহার দেবেন বাদশা। বলিউডের প্রত্যেকেই উন্মুখ এবং তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে আগ্রহী। তবে কোনো প্রজেক্টে সই করার তাড়া আপাতত নেই শাহরুখের। তার হাতে কিছু স্ক্রিপ্ট আছে, তবে বিরতি নিয়ে ফিরে আসার পরেই সেগুলো নিয়ে বসবেন ভাবতে। তিনি হয়তো ২০২৪ সালের প্রথম মাসেই তিনটি চলচ্চিত্র ঘোষণা করবেন এবং তারপরে তাদের কাজ শুরু করবেন বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, ছবির ঘরানা নিয়েও তমক রাখতে চান দর্শকদের মধ্যে।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়