শেখ হাসিনাকে অভিনন্দন জানাল মিসর ও ইতালি : নির্বাচনের প্রশংসা স্কটিশ এমপির, আরো কয়েক বিদেশি নেতার শুভেচ্ছা

আগের সংবাদ

অবশেষে পশ্চিমাদের ইউটার্ন : সম্পর্ক ঘনিষ্ঠ করতে রাজি যুক্তরাষ্ট্র > নতুন মাত্রায় উন্নীত হবে বাংলাদেশ-ইইউ সম্পর্ক

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

শিক্ষক : মনে করো একটি সিংহ তোমাকে তাড়া করেছে। কী করবে?
ছাত্র : আমি দেয়াল টপকে যাব।
শিক্ষক : সিংহও যদি দেয়াল টপকে তোমার পিছু নেয়?
ছাত্র : আমি গাছে উঠে যাব।
শিক্ষক : সিংহও যদি গাছে উঠে তোমার দেখাদেখি।
ছাত্র : নদীতে ঝাঁপ দিয়ে, সাঁতরে চলে যাব দূরে।
শিক্ষক : সিংহটাও যদি নদীতে ঝাঁপিয়ে পড়ে, সাঁতরাতে শুরু করে?
ছাত্র : স্যার, আপনি কি আমার পক্ষে না সিংহের?

২.
শিক্ষক : তোমাকে যদি ১০টি আলু দিয়ে সাতজনকে সমানভাগে ভাগ করে দিতে বলা হয়, কীভাবে ভাগ করবে?
ছাত্র : এ আর এমন কী? আলুগুলো সিদ্ধ করে ভর্তা বানিয়ে সাত ভাগ করে দেব।

৩.
শিক্ষক : আচ্ছা সুমন বল তো একটা মোরগের ডিম টিনের চালে রাখা হলে কী হবে?
রাজু : যে দিকে ঢালু ডিমটা সেদিকে গড়িয়ে পড়বে মাটিতে।
শিক্ষক : গুড।
এ সময় ক্লাসের বল্টু হাত তুলল।
শিক্ষক : তুমি কী বলতে চাও?
বল্টু : স্যার, ডিমটা পড়বে না, শূন্যে ভেসে থাকবে।
শিক্ষক : মানে?
বল্টু : এটা মোরগের পাড়া ম্যাজিক ডিম তো, তাই।

৪.
বাবা : বল্টু, তুই আবার স্কুল পালিয়ে ফুটবল খেলতে গিয়েছিলি?
বল্টু : না, বাবা। বিশ্বাস করো, আমি সত্যি বলছি।
বাবা : উঁহু, আমার বিশ্বাস হয় না।
বল্টু : আমি ফুটবল খেলতে যাইনি, বাবা, প্রমিজ! এই দেখো, প্রমাণ হিসেবে আমার ব্যাগে ক্রিকেট বল আছে!

৫.
শিক্ষক ক্লাসের সবাইকে ক্রিকেট খেলার ওপর রচনা লিখতে বললেন। পল্টু ছাড়া সবাই রচনা লিখতে ব্যস্ত হয়ে পড়ল। আর পল্টু লিখল, ‘বৃষ্টির কারণে কোনো ক্রিকেট ম্যাচ হয়নি!’
:: সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়