দ্বাদশ সংসদ নির্বাচন : ৬ আন্তর্জাতিক সংস্থার বিবৃতি প্রত্যাখ্যান সরকারের

আগের সংবাদ

দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

পরের সংবাদ

বলিউডে ইশার স্বপ্নপূরণ

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : ভারতের আলোচিত ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। সিরিজের অন্যতম জনপ্রিয় নারী চরিত্র ছিল মাধুরী যাদব। মাধুরীর চরিত্রে অভিনয় করে তার দর্শক নজরে পড়েছেন ইশা তলোয়ার। এই অভিনেত্রীর কথায় শুরুতেই কিছুটা ধূসর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে সব সময় মূলধারার হিন্দি সিনেমার নায়িকা হতে চেয়েছি। এবার তার সেই ইচ্ছা পূরণ হবে। ইশা পা রাখতে চলেছেন বলিউড চিত্রনির্মাতা রোহিত শেঠির সিনেমায়। অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে রোহিত শেঠির প্রথম ওটিটি প্রকল্প ইন্ডিয়ান পুলিশ ফোর্স। এই সিরিজে সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেঠি, বিবেক ওবেরয়, শ্বেতা তিওয়ারিসহ আরো অনেকেই আছেন। এখানে ইশাকে দেখা যাবে সিদ্ধার্থের সঙ্গে প্রেম করতে। সিদ্ধার্থের সঙ্গে জুটি বেঁধে দারুণ খুশি ইশা। সম্প্রতি এই সিরিজের ট্রেলার মুক্তির অনুষ্ঠানে
তিনি বলেন, ‘এত দিনে নিজেকে নায়িকা বলে মনে হচ্ছে। এই সিরিজে আমি পুরোপুরি অন্য রূপে আসতে চলেছি। এর আগে আমি এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। এই সিরিজ দেখলেই বুঝবেন। এবার অন্য এক স্বাদ চেখে দেখার সুযোগ পেয়েছি। সব মিলিয়ে বছরটা দারুণ কাটবে মনে হচ্ছে।’ রোহিতের ‘কপ ইউনিভার্স’-এর দুনিয়ায় পা রাখার প্রসঙ্গে ইশা বলেছেন, ‘মির্জাপুর, সাস বহু অউর ফ্লেমিঙ্গোসহ প্রায় সব প্রকল্পেই আমাকে অডিশন দিতে হয়েছে। কিন্তু এই সিরিজের জন্য অডিশন দিতে হয়নি। জানি না, কীভাবে আমি অডিশনের হাত থেকে রক্ষা পেয়েছিলাম।’
নিজের অভিনীত চরিত্র নিয়ে এই অভিনেত্রী বলেছেন, আমাকে ‘পাশের বাড়ির’ মেয়ে হিসেবে দেখতে পাবেন। সাধারণত বেশির ভাগ অভিনেত্রী ক্যারিয়ারের শুরুর দিকে এ ধরনের চরিত্রে অভিনয় করেন। সিরিজটি ১৯ জানুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়