দ্বাদশ সংসদ নির্বাচন : ৬ আন্তর্জাতিক সংস্থার বিবৃতি প্রত্যাখ্যান সরকারের

আগের সংবাদ

দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

পরের সংবাদ

প্রস্থান

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

তুমি চলে গেছো তাই-
শ্রাবণী বৃষ্টি এলো না ধরাতে
চোখের ভিতর খেলে না মেঘের কুণ্ডলী
চৈত্রের খরার মতো ফাটল বুকটার
হাহাকারে শুকিয়ে গেছে অশ্রæবারি।
বিরহের বাদ্য বাজে
নির্দয় শূন্যতার আকাশে।

তুমি চলে গেছো তাই-
ভোরের শুকতারা ঝরে ঝরে পড়ে
শিউলি ফুলের মতো
কচি দূর্বাঘাসে।
মেহেদি পাতার রঙের লাল কষ্টরা
মিটমিট করে জ্বলে নক্ষত্রের আলোয়।
স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি চলে গেছো
সীমাহীন রাজ্যপটে
তাই আমার ভালোবাসার কলাপাতা দোলানো
ঘরটা দুলতে থাকে দুঃখের হাওয়ায়।
মনের গোপন কোঠায় কাটা বাঁধে নির্লিপ্ত তৃষা
বধির অনুভূতিগুলো হামাগুড়ি দিয়ে
চেয়ে থাকে তোমার প্রস্থানের দিকে।

তুমি চলে গেছো তাই-
অবলা যন্ত্রণায় জর্জরিত হৃদয়খানি খোঁড়া
হয়ে বেঁচে আছে পলাতক হাসি দিয়ে।
নির্ঘুম চোখ দুটি ফ্যাল ফ্যাল করে
চেয়ে থাকে নিষ্ঠুর আকাশে
হৃদয়ভাঙা শব্দে হাহাকার করে মাটি
নিষ্ঠুর গন্তব্যে চলে গেছো নিঃসঙ্গ করে
এ কেমন নিষ্ঠুর, নির্দয় প্রস্থান তোমার!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়