আইজিপি : নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন

আগের সংবাদ

সুষ্ঠু নির্বাচনে জনগণের বিজয় > সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য বিনিময় : ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলাই এখন লক্ষ্য

পরের সংবাদ

দুঃখ নেই

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

দুঃখ পেয়ে লাভ নেই, সবই আজ বৃথা,
নদীর কূল ভেঙেছে, তলিয়েছে ভিটেমাটি।
পাখির ঠোঁট গাইতে ভুলেছে সুখের গান,
হলুদ পাতা ঝরে গেছে বুকে নিয়ে অভিমান।

দ্রোহের অনলে পুড়ছে প্রেমের শীতলপাটি,
চোখে ঘুম নেই, মগজের বাতায়নে উৎকণ্ঠা।
গালের সরু আলপথ বেয়ে নামে অশ্রæকণা,
গাছের কচি ডালের মত কেঁপে উঠে মনটা।

জানি, ঘুচে গেছে, ভেঙে গেছে আঘাতের সীমা,
তাই আগুনে আর হাত পুড়ে না, কাঁটায় পাই না ব্যথা।
চাবুকের আঘাত খেয়ে খেয়ে পিঠে বেঁধেছি পাথর,
এখন প্রেম নেই, দুঃখ নেই, আছে শুধু ঘৃণা অষ্টপ্রহর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়