আইজিপি : নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন

আগের সংবাদ

সুষ্ঠু নির্বাচনে জনগণের বিজয় > সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য বিনিময় : ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলাই এখন লক্ষ্য

পরের সংবাদ

ইচ্ছে হারায়

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

আলোকসজ্জার রাতে বিদঘুটে অন্ধকারে হারাতে চাই,
নিঃশব্দ, নিস্তব্ধ মহাকালের বিন্দু বিসর্গ জলে।
সলসব্যারি পর্বতমালার উচ্চতা ছুঁয়ে দেখতে চাই,
মেঘমালা, সবুজ অরণ্য ও ভয়াবহতার কোলে!

তুমি সেই নিঃশব্দে বেঁচে থাকা প্রাণ,
যাকে প্রণাম করে অন্ধত্বের কাল!
মেঘমালা করমর্দন করে!
নিস্তব্ধতা চোখ মেলে চায়!
গান করে যায় বেতাল সুরে!
তুমি সেই অঘোরের ঘরে ঘোর ফেলে দেয়া গান,
যাকে কল্লোলধ্বনি সাধুবাদ জানায়,
এলবাট্রাস বাহু ঝাড়ে!
মন ভাঙা এক পথের নাবিক,
ফিরে দেখো চায় তোমার তরে!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়