টিআইবি : ড. ইউনূসের মামলা বিচারিক শুদ্ধাচার ও স্বাধীনতার অগ্নিপরীক্ষা

আগের সংবাদ

নাশকতা উপেক্ষা করেই ভোট উৎসব : স্বচ্ছ ভোটগ্রহণে প্রস্তুত ইসি, দেড়শ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন শেখ হাসিনা

পরের সংবাদ

ওটিটিতে যা থাকছে

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

ওটিটি প্ল্যাটফর্ম এখন অনেক জনপ্রিয়। এ বছর দর্শকের জন্য কী পরিবেশন করবে হইচই ও চরকির মতো শীর্ষ ওটিটি প্ল্যাটফর্মগুলো রইল সে খবর। এর মধ্যে দু-একটি ওটিটি প্ল্যাটফর্ম খসড়া পরিকল্পনাও সেরে ফেলেছে। এ বছর মুক্তির তালিকায় থাকা সম্ভাব্য সিনেমা ও সিরিজের নামও জানিয়েছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি এ বছর বেশ কয়েকটি সিরিজ মুক্তি দেয়ার প্রাথমিক পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে শাটিকাপ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের নতুন সিরিজ ‘সিনপাট’। রাজশাহীর স্থানীয় শিল্পী-কলাকুশলীদের নিয়ে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল সিরিজ। আরেক চরকি অরিজিনাল সিরিজ ‘লহু’ মুক্তি পাবে এ বছরই। কলকাতার নির্মাতা রাহুল মুখার্জি পরিচালিত এ সিরিজে জুটি বেঁধেছেন সোহিনী সরকার ও আরিফিন শুভ। একাধিক সিনেমাও নিয়ে আসবে চরকি। রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’ মুক্তি পাবে চরকিতে। আলফা আই, চরকি ও এসভিএফ ফিল্মসের প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’ও আসবে। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান। নির্মাতা রবিউল আলম নির্মাণ করবেন ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আরেক সিনেমা ‘ফরগেট মি নট’। মুক্তি পাবে এ বছরই। গত বছর হইচইয়ে মহানগর-২সহ চারটির মতো কনটেন্ট এসেছিল। এ বছরও চার-পাঁচটি কনটেন্টই আসবে বলে জানিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। তবে কী কী সিনেমা-সিরিজ আসবে, তা এখনো নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি। এ বছরের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে হইচই। হইচইয়ের মতো আরেক ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনও জানিয়েছে, ২০২৪ সালের পরিকল্পনাটা এখনো চূড়ান্ত করা হয়নি। শিগগির জানানো হবে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে দেশি ও বিদেশি মিলিয়ে পাঁচটির বেশি সিনেমা, সিরিজ আসছে। এর মধ্যে রয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত বঙ্গ অরিজিনাল সিনেমা ‘অসময়’। এতে বিভিন্ন চরিত্রে তাসনিয়া ফারিণ, রুনা খান, তারিক আনাম খানসহ আরো অনেকে অভিনয় করেছেন। ‘বিএনজি’ সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পাবে জানুয়ারিতে। এছাড়া দক্ষিণ ভারতীয় সিনেমা ‘সুপ্রিম’, ‘তেজ, আই লাভ ইউ’, ‘টোয়েন্টি ফোর কিসেস’ এবং চীনের সিরিজ ‘লাভ আনএক্সপেক্টেড ব্রোকার’ মুক্তি পাবে বঙ্গতে।

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়