চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণা রহমান

আগের সংবাদ

বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর ইসি : তিন শতাধিক প্রার্থীকে শোকজ > কয়েকজনকে জরিমানা > মামলা ৩ প্রার্থীর বিরুদ্ধে

পরের সংবাদ

নচিকেতা-মানিকের নতুন গান

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ‘ভোরের হাওয়ায় আভাস থাকে, সকাল হবে কিনা, গহিন রাত্রি শেষে আলো আসবেই, এ কথা তো অনেক আগে জানা, তবু হতাশায় ভরে গেলে মন, খুঁজে ফিরি অনুপ্রাণন’- এ রকম নান্দনিক ও স্বাপ্নিক কথামালা নিয়ে এবার হাজির হয়েছেন ভারতের জীবনমুখী গানের কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তী ও বাংলাদেশের ব্যতিক্রমী গানের গায়ক আমিরুল মোমেনীন মানিক। তাদের সঙ্গে গেয়েছেন শিশুশিল্পী সিফাত রিজওয়ান নাফি। মানিকের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন অণু মুস্তাফিজ। গানটির ব্যবস্থাপনায় রয়েছে ডিভাইন স্টুডিও। ইতোমধ্যেই গানটি ‘মানিক মিউজিক’ নামে ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটি প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ, দেশে দেশে অভ্যন্তরীণ সংঘাত এবং তরুণ প্রজন্মের ভেতরে জমাট হতাশার বিরুদ্ধে দারুণ আশাজাগানিয়া গান ‘সকাল হকে কি?’। বর্তমান সময়ের সঙ্গে চমৎকার মিল আছে গানটির। গান প্রসঙ্গে মানিক বলেন, ‘নচিকেতা চক্রবর্তী বাংলা গানের মাইলস্টোন। এককথায় হৃদয় উজাড় করে গেয়েছেন তিনি। শিশুশিল্পী নাফির কণ্ঠ গানটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে।’ নচিকেতা ও মানিক এর আগেও জুটি বেঁধে বেশ কয়েকটি গান করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়