চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণা রহমান

আগের সংবাদ

বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর ইসি : তিন শতাধিক প্রার্থীকে শোকজ > কয়েকজনকে জরিমানা > মামলা ৩ প্রার্থীর বিরুদ্ধে

পরের সংবাদ

ঢাকায় আসছেন ‘সি ইউ অ্যাগেইন’র গায়ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : ২০১৫ সালে ‘সি ইউ অ্যাগেইন’ গানের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান মার্কিন গায়ক চার্লি পুথ। এতে তার সহশিল্পী ছিলেন মার্কিন র‌্যাপার উইজ খলিফা। মুক্তির পর বিলবোর্ড টপচার্টে টানা ১২ সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখেছিল গানটি এবং গ্র্যামিতেও পেয়েছিল মনোনয়ন। এবার ঢাকা মাতাতে আসছেন এই গায়ক। আগামী বছরের শুরুতে ঢাকায় তার কনসার্ট আয়োজনের প্রস্তুতি চলছে। সম্প্রতি তাকে নিয়ে কনসার্ট আয়োজনের ঘোষণা দেয় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। জানা গেছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তিনি বাংলাদেশের শ্রোতাদের সামনে গাইবেন। এছাড়া আয়োজনে বাংলাদেশ থেকে থাকতে পারেন গায়িকা জেফার। আয়োজনটির সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে আর্মি স্টেডিয়াম অথবা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। এ গায়কের ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান কল অ্যাওয়ে’ এবং ‘উই ডোন্ট টক অ্যানিমোর’ ছিল বিলবোর্ড হট ১০০ এর তালিকায় যথাক্রমে ১২ ও ৯ নম্বর স্থানে। এই দুটি গানও বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়