চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণা রহমান

আগের সংবাদ

বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর ইসি : তিন শতাধিক প্রার্থীকে শোকজ > কয়েকজনকে জরিমানা > মামলা ৩ প্রার্থীর বিরুদ্ধে

পরের সংবাদ

আদালতের অনুমতি নিয়ে দুবাইয়ে রিয়া

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : বলিউড হিরো সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে একটি মাদক মামলায় জড়ান অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ভারতের সিবিআই এই অভিনেত্রীকে গ্রেপ্তারও করে। এক মাস জেলে থাকার পর অক্টোবর মাসে জামিনে ছাড়া পান এই তিনি। সে সময়ই রিয়ার ওপর জারি করা হয়েছিল লুকআউট নোটিস। এর আগে ২০২২ সালের জুন মাসে একটি অ্যাওয়ার্ড ফাংশনের জন্য দুবাই যাওয়ার অনুমতি পেয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে, বিদেশে যাননি রিয়া। দাবি করেন, সিবিআই তার ওপর যে লুকআউট নোটিস জারি করেছিলেন, তা জানা ছিল না তার। গত মঙ্গলবার মুম্বাই হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সিবিআই দ্বারা জারি করা লুকআউট সার্কুলার (এলওসি) স্থগিত করেছে এবং তাকে এক সপ্তাহের (২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) জন্য দুবাই ভ্রমণের অনুমতি দিয়েছে। সিবিআই ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের জন্য অভিনেত্রীর ওপর লুকআউট সার্কুলার জারি করেছিল। বিচারপতি কমল আর খাতা এবং জিতেন্দ্র এস জৈনের একটি অবকাশকালীন বেঞ্চ রিয়ার করা আবেদনের ভিত্তিতে এই আদেশ দিয়েছেন। একটি পোষ্যখাদ্য প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দুবাই ভ্রমণ করছেন তিনি। আপাতত এক সপ্তাহের জন্য দুবাই যাওয়ার অনুমতি পেয়েছেন রিয়া। তবে একটাই শর্ত, ফিরে এসে ফের নিজের পাসপোর্ট জমা রাখতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়