পিবিআই কমকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আগের সংবাদ

স্মার্ট বাংলাদেশের রূপরেখা ঘোষণা

পরের সংবাদ

ভাইয়ার কাছে চিঠি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ভাইয়া আমি তোমার সাথে যাও দিলাম আজ আড়ি
একা-একা থাকো তুমি আসো না যে বাড়ি।
আমার জন্য মন কাঁদে না তোমার একটিবারও-
আমায় ছাড়া ভাইয়া তুমি একা থাকতে পারো?
তোমার জন্য চেয়ে থাকি ওই যে পথের পানে
খুশির খবর বলবে কবে আমার কানে কানে?
আমার সাথে খেলবে কবে পুতুল পুতুল খেলা?
আবার কবে যাবো আমরা হিজলতলীর মেলা?
মিতুর ভাইয়া রোজ মিতুকে যায় তো নিয়ে হাটে
সাঁতার কাটতে যায় দুজনে হিজল দিঘির ঘাটে।
সেই যে তুমি পঁচিশে মার্চ গভীর কালরাতে
অন্ধকারে হারিয়ে গেলে, রাইফেলটার সাথে।
ছোট্ট ছিলাম তখন আমি যানতাম না কিছু
দেশ বাঁচাতে গিয়েছিলে মুক্তিযোদ্ধার পিছু।
যুদ্ধ শেষে ফিরল সবাই শুধু তুমি ছাড়া-
সেই যে আমি হয়ে গেলাম তোমার আদর হারা।
তাই তো আমি লিখছি এখন তোমার কাছে চিঠি
জানো ভাইয়া; খেলার ঘরে আসবে নতুন কিটি।
কিটি হলো পুতুল আমার, মিষ্টি কিটি সোনা
ওর মতো খ্বু মিষ্টি পুতুল আছে হাতেগোনা।
ভাইয়া তুমি আসবে কিন্তু আমার পুতুল ঘরে
গল্প করব খুব যে আমি তোমার গলা ধরে।
আসবে কিন্তু কালকে তুমি যেয়ো না তো ভুলি-
ইতি তোমার ছোট্ট বোনটা ‘ভাইয়া পাগল’ তুলি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়