পিবিআই কমকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আগের সংবাদ

স্মার্ট বাংলাদেশের রূপরেখা ঘোষণা

পরের সংবাদ

দেশের সেরা বীর

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আনিস ছিল ভালো ছেলে থাকত হেসে খেলে
লাল সবুজের আলোর নিশান বুকের ওপর মেলে।
বাবা মা আর পাড়া পড়শির ছিল বুকের ধন
দেশের জন্য ভালোবাসা স্বপ্ন সারাক্ষণ।
একদিন সে যুদ্ধে গেল গ্রেনেড রাইফেলে
যুদ্ধে মিশে সে হল ঠিক একাত্তুরের ছেলে।

এমন ছেলে যুদ্ধে যাবে কেউ ভাবেনি কেউ
স্বাধীনতার স্বপ্ন চোখে বুকের ভেতর ঢেউ।
নদীর তীরে পাকবাহিনী তাদের সাথে লড়ে
বিজয় ছাড়া ফিরবে না সে ফিরবে না যে ঘরে।
লক্ষ্যটা স্থির মুক্ত স্বদেশ এই ছিল তার পণ
তবুও তার মায়ের জন্য কাঁদতো আপন মন।

মায়ের মনে শংকা ভয়, দুঃখের কালো ছোপ
সেই ভয়েতে খুব নিশ্চুপ বাগানবাড়ি ঝোপ।
রাতটা গভীর চতুর্দিকে নিকষ আঁধার কালো
হঠাৎ যেন চাঁদমনিটা ছড়ায় রাঙা আলো।
ভেবে ভেবে ভোর হয়ে যায় ছেলে কোথায় তার
হৃদয় ভাঙা অশ্রæধারা ঝরে যে বারবার।

আকাশ জুড়ে স্বাধীনতার সূর্য ওঠে যেই
সূর্য তো নয় আনিস নামে সেই ছেলেটি সেই।
তার জন্যই বিজয় এলো রক্তনদী সাঁতরে
মা খোঁজে তার সোনামানিক দুঃখ ব্যথা হাতরে।
আনিস হল দেশের সেরা বীর সেনানী বীর
বিশ্বজুড়ে বাংলা মায়ের উন্নত আজ শির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়