গণজাগরণের সাংস্কৃতিক উৎসব : রবীন্দ্র-নজরুলের সুরে মঞ্চ মাতালেন শিল্পীরা

আগের সংবাদ

শিল্পায়ন-কর্মসংস্থানের রোডম্যাপ : স্মার্ট বাংলাদেশের স্মার্ট ইশতেহার > ২৭ ডিসেম্বর ঘোষণা করবেন শেখ হাসিনা

পরের সংবাদ

সাতই মার্চের আহ্বান

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সাতই মার্চের একটি আহ্বানে
কৃষক-শ্রমিকসহ আপামর জনমনে
উত্তাল ঢেউ উঠেছিলো মুক্তির জাগরণে
সেদিন কি অবলীলায় বীর বাঙালিরা
ভাসিয়ে দিয়েছিলো তাজা প্রাণের রক্তের ধারা।
একই কাতারে মুটে-মজুর সাহেব-সুবা
কারো মনে নেই মতভেদ-দ্বিধা।
কেবল একটি প্রতিজ্ঞা-
আর নয় পরাজয়,
ছিনিয়ে আনতে হবে স্বাধীনতা।

বঙ্গবন্ধু শেখ মুজিবর

তুমি ছিলে পাকিস্তানের অন্ধ কারাগারে-
নিশ্চিত মৃত্যু জেনেও করোনি মাথা নত।
এজন্যই বীর বাঙালিরা
যুদ্ধ করেছিলো প্রাণপণ।
রক্তে ভেজা মাটিতে দাঁড়িয়ে
তোমার আহ্বানের জয়গান
সবার হৃদয়কে করেছিলো উত্তাল।

নয়টি মাস বাংলার ঘরে ঘরে
লেলিহান আগুন জ্বলেছিলো দাউ দাউ করে।
মানুষ হয়েও নরপিশাচীয় বর্বর কায়দায়
বাংলার মানুষদের হত্যা করেছিলো তারা।
জন্তু-জানোয়ারের মতো।
নারকীয় হত্যাযজ্ঞে রক্ত পিপাসু
জানোয়ারে পরিণত হয়েছিলো তারা।

বীর বাঙালিরা মরেছে এবং মেরেছে।
পরাজয়ের গøানি থেকে বাংলার
স্বাধীনতা ছিনিয়ে এনেছে।
বাঙালি যোদ্ধাদের প্রাণে গাঁথা ছিলো
মন্ত্রমুগ্ধের মতো একটি আহ্বান-
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়