গণজাগরণের সাংস্কৃতিক উৎসব : রবীন্দ্র-নজরুলের সুরে মঞ্চ মাতালেন শিল্পীরা

আগের সংবাদ

শিল্পায়ন-কর্মসংস্থানের রোডম্যাপ : স্মার্ট বাংলাদেশের স্মার্ট ইশতেহার > ২৭ ডিসেম্বর ঘোষণা করবেন শেখ হাসিনা

পরের সংবাদ

বুড়ো পাহাড়ের পাদটীকা

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

জলের আয়নাতে নিজের প্রতিচ্ছবি দেখে
পাহাড় যুগল; কথা বলে, আনমনে আপনার সাথে।
স্বচ্ছ জলের গভীরে, মাছের খেলা দেখে, দেখে
কেটে দিয়েছে শিশু থেকে যৌবন বেলা।
সময়ের সাথে সাথে বদলে গেছে স্বভাব,
হলুদ কষ্টের সাথে নীল ভালোবাসা মিলে
হয়েছে জল সবুজাভ।
মাছ যেন খেলেনা, মন ভরে দেখেনা
জীবন সায়াহ্নে, কাটেনা আর সারাবেলা।
তাদের সাথে নেই কারও জানাশোনা;

কেউ নেই, কোথাও কেউ নেই
কুলুকুলু ধ্বনি নেই, নেই কোন সাড়া,
আশপাশে পাড়া নেই, জীবনের ধুম নেই
পায়ের চিহ্ন নেই
সহসায় হয় না, এদিকে; মানুষের আনাগোনা।
চুপচাপ চারিধার, শান্ত-স্নিগ্ধ সুনসান-নীরবতায়,
কেউ জানে না, কেউ খোঁজ রাখে না, কীভাবে
পাথর চাপা কষ্ট বুকে নিয়ে
কেঁদে, কেঁদে কেটে যায় তাদের জীবন
একা, একা নিঃসঙ্গতায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়