গণজাগরণের সাংস্কৃতিক উৎসব : রবীন্দ্র-নজরুলের সুরে মঞ্চ মাতালেন শিল্পীরা

আগের সংবাদ

শিল্পায়ন-কর্মসংস্থানের রোডম্যাপ : স্মার্ট বাংলাদেশের স্মার্ট ইশতেহার > ২৭ ডিসেম্বর ঘোষণা করবেন শেখ হাসিনা

পরের সংবাদ

দুর্গ শহর

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সবার ভেতরেই দেখি
অন্ধ কুঠুরি এক
সেই ঘরে নিঃসঙ্গ বাস,
যদিও চারদিকে
প্রচণ্ড কোলাহলে
অজস্র প্রাণের আভাস।

মায়াময় কায়াময়
অশেষ প্রান্তরে,
খুঁজে ফিরে তরুতল
ঘাসের শরীরে।

বুকের ভেতরে ঝাপ্টায়
বকের ডানা,
নিভৃত করাল গ্রাসে
দানবের হানা।

তবুও তো গোপন এক
দুর্গ শহর,
সযতনে ভর করে
মাথার ভেতর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়