গণজাগরণের সাংস্কৃতিক উৎসব : রবীন্দ্র-নজরুলের সুরে মঞ্চ মাতালেন শিল্পীরা

আগের সংবাদ

শিল্পায়ন-কর্মসংস্থানের রোডম্যাপ : স্মার্ট বাংলাদেশের স্মার্ট ইশতেহার > ২৭ ডিসেম্বর ঘোষণা করবেন শেখ হাসিনা

পরের সংবাদ

অসমাপ্ত জলছবি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দেওয়ালের সাদায় জল ছিটিয়ে আঁকলাম তোমায়
সাওয়ারের বৃষ্টিতে ভিজে তুমি যেন আস্ত একটা শ্রাবণ
কতবার চোখের কাজলে ধরতে চেয়েছিলাম
পলক পড়তেই শিউরে উঠল মন।
ছবিতে ছায়াতে এ কোন তুমি?

দেওয়ালের সাদায় তখন অসমাপ্ত পাণ্ডুলিপি
ভাঙাচোরা জীবনের প্রতœতাত্ত্বিক উপাদান
অঝোর বৃষ্টিতে ধুয়ে যায় একটা একটা করে গল্প
যে চোখের ঝাপসায় তোমায় দেখেছি,
আশ্চর্য! বিবর্ণ রাতকথারা ভর করেছে সে চোখে।

দুহাতে চোখ কচলে চোখের পাতায় শিশির এঁকে
তাকিয়ে থাকি মহেঞ্জোদারোর নির্জন রাস্তায়
বাঁধানো চানঘরের ফসিলে ভেসে ওঠে
আমার আত্মকথারা অসমাপ্ত জলছবি হয়ে
দেওয়ালের সাদায় কেঁপে ওঠে জলরঙ শ্রাবণ
উফ্! সে যে কি অসহ্য সুখ!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়