ঢাকা জেলার সোয়া ৫ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে আজ

আগের সংবাদ

রেললাইনে ভয়াবহ নাশকতা : গাজীপুরে ইঞ্জিনসহ ৭ বগি লণ্ডভণ্ড > নিহত ১, আহত অর্ধশতাধিক > তিন তদন্ত কমিটি গঠন

পরের সংবাদ

প্রযোজনায় সামান্থা

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : নতুন অধ্যায়ে পা রাখলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। নিজের প্রডাকশন হাউস চালু করেছেন এই অভিনেত্রী, যার নাম ত্রালালা মুভিং পিকচার্স। তার প্রযোজনায় প্রথম কাজটি একটি টিভি শো হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও শেয়ার করে সামান্থা জানিয়েছেন, তার প্রডাকশন হাউসের নাম তার প্রিয় গানগুলোর একটি থেকে অনুপ্রাণিত হয়ে রাখা হয়েছে। উদ্যোগটি সম্পর্কে অভিনেত্রী লিখেছেন, ‘ত্রালালা মুভিং পিকচার্স’র লক্ষ্য নতুন যুগের অভিব্যক্তি এবং নতুন চিন্তার প্রতিনিধিত্বমূলক বিষয়বস্তু তৈরি করা। ত্রালালা আমাদের সামাজিক শক্তি এবং জটিলতার গল্পগুলোকে আমন্ত্রণ জানাবে, উৎসাহিত করবে। চলচ্চিত্র নির্মাতাদের গল্প বলার জন্য এমন একটি প্ল্যাটফর্ম হবে এটি, যা অর্থপূর্ণ, প্রামাণিক এবং সর্বজনীন হবে। সামান্থার এই নতুন উদ্যোগে বেশ খুশি তার অনুরাগীরা। যদিও অনেকে মনে করেছিল, অভিনেত্রী কোনো চলচ্চিত্র কিংবা ওয়েব সিরিজ দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন। তবে টিভি শো দিয়ে নিজের প্রযোজনার শুরুটাই ঠিক মনে করছেন সামান্থা। জনপ্রিয় টিভি শো ‘এমটিভি হাসেল’র তামিল ভার্সন নিয়ে কাজ করতে চলেছেন অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এখানে একজন সুপার ফ্যান হিসেবে এসেছি; কিন্তু আমিও এই প্ল্যাটফর্মের অংশ হতে চাই। দক্ষিণ ভারতের অফার করার জন্য অনেক কিছু আছে। এর জন্য এমটিভি হাসেলের মতো একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। হাসেলের মতো হিপ হপ বিপ্লব গড়ে তোলার সুযোগ পেয়ে আমি খুশি। এর সঙ্গে আমরা এমটিভি হাসেল নাম্মা পেট্টাই চালু করছি। এটি প্রযোজনার ক্ষেত্রে আমার প্রথম উদ্যোগ। তামিলনাড়–তে ‘এমটিভি হাসল’ নিয়ে আসার জন্য আমি গর্বিত।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়