ফৌজদারি আইনে মৃত্যুদণ্ডের বিধান চ্যালেঞ্জ করে রিট

আগের সংবাদ

রাতারাতি ডাবল সেঞ্চুরি : ফের টালমাটাল পেঁয়াজের বাজার > অভিযানে নেমেছে ভোক্তা অধিদপ্তর > দেশি পেঁয়াজ হাওয়া

পরের সংবাদ

বলিউডে অভিষেক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দুই বাংলা কাঁপিয়ে এবার বলিউডে অভিষেক হয়েছে অভিনেত্রী জয়া আহসানের। অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় তার প্রথম হিন্দি ছবি ‘কড়ক সিং’। ইতোমধ্যে প্রদর্শিত হয়েছে গোয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার মঞ্চে। ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠীর মতো অভিনেতা। জয়া জানিয়েছেন, এই ছবি করতে গিয়েই বেশ বেগ পেতে হয়েছিল তাকে। কিন্তু কেন? প্রথম হিন্দি ছবিতে কাজের জন্যই কি চাপে ছিলেন এই অভিনেত্রী? নাকি পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে স্ক্রিন শেয়ারের জন্য খানিক চিন্তায় ছিলেন? জয়া বলেছেন, ‘কারণটা বলিউড বা পঙ্কজ ত্রিপাঠী নয়। অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গেও পুরনো সম্পর্ক থাকায় কাজের ক্ষেত্রে কোনো চাপ হয়নি। তবে হিন্দি উচ্চারণ নিয়ে বেশ খাটতে হয়েছে। অতিরিক্ত প্রস্তুতি নিতে হয়েছে। মূলত সেটা নিয়েই যাবতীয় পরিশ্রম করেছি।’
এই নিয়ে তিনটা ইন্ডাস্ট্রিতে কাজ করে ফেললেন জয়া। ঢাকা এবং টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যদিও একই ভাষায় (বাংলা) কাজ হয়। আর এবার তার অভিষেক হলো মুম্বাইয়ে হিন্দি ছবিতে। সেখানে কাজের অভিজ্ঞতা কতটা আলাদা অভিনেত্রীর? জয়া বলেছেন, ‘বলিউড সম্পর্কে আমরা সবাই নানারকম ভয়ের কথা শুনি। কিন্তু যখন আমি ওখানে গিয়ে কাজ শুরু করলাম, বুঝতে পারলাম যে এটি কাজ করার জন্য দারুণ একটি জায়গা।’
সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী সম্পর্কেও জয়া ভীষণ শ্রদ্ধাশীল। অভিনেত্রী বলেন, ‘যেখানে আমি একজন সহশিল্পীকেও চিনতাম না, সেখানে কাজ করা বেশ চ্যালেঞ্জ ছিল। তার ওপর যদি সেখানে থাকেন পঙ্কজ ত্রিপাঠী! তিনি নিজেই অভিনয়ের একটি প্রতিষ্ঠান। তবে ওর মতো দায়িত্বশীল একজন অভিনেতা খুব কম দেখেছি। আমি সেটে পৌঁছতেও উনি এমন সহজ করে দিলেন কাজটা, যা বড় শিল্পী না হলে করা যায় না।’
উল্লেখ্য, ৮ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে ‘কড়ক সিং’। পঙ্কজ ত্রিপাঠী ও জয়া আহসান ছাড়াও ছবিতে রয়েছেন সঞ্জনা সাংহি, পার্বতী থিরুবথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজাসহ একাধিক নামি অভিনেতা-অভিনেত্রী।

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়