পীরেরবাগে ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ এক

আগের সংবাদ

কী বার্তা পেল জাতীয় পার্টি : গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জি এম কাদেরের বৈঠক, আসন সমঝোতার আলোচনা

পরের সংবাদ

সূচক বাড়ল টানা ৪ দিন : পুঁজিবাজার চিত্র

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : টানা দরপতন থেকে বেরিয়ে এখন টানা ঊর্ধ্বমূখী প্রবনতায় ফিরেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। এতে বেড়েছে সবকটি মূল্যসূচক। একই সঙ্গে বেড়েছে লেনদেনের গতিও। এর মাধ্যমে টানা চার কর্যদিবস মূল্যসূচক বাড়লো।
এর আগে গত সপ্তাহের প্রথম তিন কর্যদিবস টানা দরপতন হয়। তবে সপ্তাহের শেষ দুই কার্যদিবসে সূচক কিছুটা বাড়ে। এরপরও সপ্তাহ শেষে পুঁজিবাজারে দাম কমার তালিকায় স্থান করে নেয় বেশি সংখ্যাক প্রতিষ্ঠান। ফলে সপ্তাহের ব্যবধানে মূল্যসূচক কমার পাশাপাশি বাজার মূলধনও কমে। আর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচক কিছুটা বাড়লেও লেনদেনের গতি কমে যায়।
এ পরিস্থিতিতে গতকাল লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ২ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের পুরো সময়জুড়ে অব্যাহত থাকে। এমনকি লেনদেনের শেষ দিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বেড়ে যায়।
এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৪৯টির। আর ১৬৯টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকা বড় করতে মুখ্য ভূমিকা রাখে বিমা খাত। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৪৭টি বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। বিপরীতে একটি বিমা কোম্পানিরও শেয়ার দাম কমেনি।
বেশিরভাগ বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ার দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে।
সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৯১ কোটি ৭৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৪৯ কোটি ১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৪২ কোটি ৭৭ লাখ টাকা।
টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ২৪ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ২৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আফতাব অটোমোবাইল, ইয়াকিন পলিমার, প্যাসেফিক ডেনিমস, এমারেল্ড অয়েল, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফু-ওয়াং ফুড এবং মুন্নু সিরামিক।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ২১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৯টির এবং ১২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১১ কোটি ৩০ লাখ টাকা।
দর বাড়ার শীর্ষে বিডি অটোকার্স : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বিডি অটোকার্স লিমিটেড। গতকাল শেয়ারটির দর ১৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল কোম্পানিটি সর্বশেষ ১৪৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৫৯ বারে ২ লাখ ১১ হাজার ৯৩২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯৯ লাখ টাকা। ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। দেশবন্ধু পলিমার গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৭ ২০ পয়সা টাকা দরে লেনদেন হয়।
দরপতনের শীর্ষে জুট স্পিনার্স : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। শেয়ারটির দর ১৩ টাকা ৫০ পয়সা বা ৪.১৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল কোম্পানিটি সর্বশেষ ৩১৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪১৬ বারে ১২ হাজার ৫৭১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৯ লাখ ৬০ হাজার টাকা।
শমরিতা হসপিটাল লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ৩.৭৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মেঘনা পেট লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৩.৬৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- সমতা লেদার কমপ্লেক্স, এমারেল্ড অয়েল, পেপার প্রসেসিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, ফু-ওয়াং সিরামিক, ঢাকা ডাইং ও ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়