ঢাবি উপাচার্য : বিদেশিরা উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়

আগের সংবাদ

সিগন্যালের অপেক্ষায় তারা : ৮০ থেকে ১০০ আসনে জোট-মিত্রদের ‘ছাড়’ > ১৭ ডিসেম্বরের আগেই সমঝোতা

পরের সংবাদ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে টেইলর সুইফট

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে টেইলর সুইফটের ওপর চালু হয়েছে নতুন কোর্স। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে স্থান পেয়েছেন এই বিশ্বনন্দিত গায়িকা। কোর্সের নাম ‘টেইলর সুইফট অ্যান্ড হার ওয়ার্ল্ড’। সুইফটের সংগীত, লিরিক ও সাংস্কৃতিক প্রভাব পড়ানো হবে এ কোর্সে। এছাড়া সুইফটের কাজ কীভাবে অন্য শিল্পী, লেখক ও বর্তমান প্রজন্মের তরুণদের প্রভাবিত করেছে, তাও পড়ানো হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চালু করা এ কোর্সে। তরুণ প্রজন্মের ওপর টেইলর সুইফটের যে ব্যাপক প্রভাব রয়েছে, ইরাস ট্যুরই তার প্রমাণ। জানা গেছে, এখন পর্যন্ত দুটি বিশ্ববিদ্যালয় টেইলর সুইফট ও অন্য নারী শিল্পীদের ওপর কোর্স অন্তর্ভুক্ত করেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সুইফটের ওপর কোর্সটি পড়াবেন অধ্যাপক স্টেফানি বার্ট। অন্যদিকে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে ‘মিউজিক্যাল স্টোরিটেলিং উইথ টেলর সুইফট অ্যান্ড আদার আইকনিক ফিমেল আর্টিস্টস’ শিরোনামের কোর্সটি পড়াবেন মেলিনা জিমেনেজ। তবে শুধু হার্ভার্ড ও ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ই পপ রানী টেইলর সুইফটকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেনি। এর আগে বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়, অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়, বার্কলি কলেজ অব মিউজিক, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ও এই শিল্পীকে পাঠ্যসূচিতে স্থান দিয়েছে।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়