ঢাবি উপাচার্য : বিদেশিরা উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়

আগের সংবাদ

সিগন্যালের অপেক্ষায় তারা : ৮০ থেকে ১০০ আসনে জোট-মিত্রদের ‘ছাড়’ > ১৭ ডিসেম্বরের আগেই সমঝোতা

পরের সংবাদ

বিজয়ের মাসে বিটিভির বর্ণাঢ্য আয়োজন

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিজয়ের মাস ডিসেম্বর। প্রতি বছরই মহান এ বিজয়ের মাসকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নতুন আয়োজন করে। প্রতিবারের মতো এবারো বিটিভি সেজেছে বর্ণাঢ্য আয়োজনে। বিজয়ের মাসকে কেন্দ্র করে এ আয়োজন, তবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষেও বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে। সব মিলিয়ে বিটিভিতে থাকছে মাসব্যাপী অনুষ্ঠানমালা। বিটিভির এক মেইল বার্তায় এমনটাই জানানো হয়েছে। জানা যায়, ডিসেম্বরে প্রতিদিনই প্রচার হবে বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে থাকছে বিজয়গাথা-৭১, আমাদের বঙ্গবন্ধু, জেলায় জেলায় বধ্যভূমি, মুক্তিযুদ্ধের নয় মাস, বিশিষ্টজনদের আলোচনা অনুষ্ঠান, বীরাঙ্গনাদের নিয়ে অনুষ্ঠান, একাত্তরের চিঠি, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ নিয়ে অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, বুদ্ধিজীবী হত্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়, বুদ্ধিজীবী দিবসের নাটক, কবিতা পাঠের অনুষ্ঠান, শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে সংগীতানুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান ও বিজয় দিবসের বিশেষ নাটক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়