নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা

আগের সংবাদ

সিদ্ধান্তের অপেক্ষায় ‘স্বতন্ত্র’রা : ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে কিছু আসনে স্বতন্ত্র প্রার্থী থাকবে, অন্যদের সরে যেতে হবে

পরের সংবাদ

হিরো আলম স্বতন্ত্র নন, ডাব মার্কার দলীয় প্রার্থী : বগুড়া-৪ আসন

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করবেন শোনা গেলেও একদিনের ব্যবধানে জানা গেল বাংলাদেশ কংগ্রেস মনোনীত জাতীয় জোটের গণঅধিকার পার্টি (পিআরপি) থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন হিরো আলম।
গতকাল বৃহস্পতিবার দলটির ডাব মার্কার মনোনীত প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। জেলা প্রশাসক ও রিটার্টিং অফিসার মো. সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। হিরো আলমের পক্ষে আগেরদিন বুধবার বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তোলা হয়েছিল। সুজন রহমান শুভ বলেন, হিরো আলম এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেননি। বগুড়া-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র জমা দেয়া হয়ছে। বাংলাদেশ কংগ্রেস জোটের ‘ডাব প্রতীক’ নিয়ে নির্বাচন করবেন হিরো আলম। চলতি ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে একতারা মার্কায় একসঙ্গে দুটি আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়