নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা

আগের সংবাদ

সিদ্ধান্তের অপেক্ষায় ‘স্বতন্ত্র’রা : ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে কিছু আসনে স্বতন্ত্র প্রার্থী থাকবে, অন্যদের সরে যেতে হবে

পরের সংবাদ

অভিশাপ

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আর্কটিক সাগরের হিমপ্রবাহ পেরিয়ে
শীতল প্রেমের প্রশান্তি
আমাকে মুখ্য করেছে বারংবার।
জাগিয়েছে হৃদয়, টাঙিয়েছে পতাকা
হৃদ আসনে।

জ¦ালিয়েছে অপ, অভিশাপ আর অন্ধকার।
কে তুমি আসিয়াছো
দূর হতে, বাঁধিয়াছো নতুন বাঁধ?
ব্রাকেটে শব্দমালা গেঁথে প্রকাশিত গদ্য কবিতা
মুক্ত আকাশে আজ স্বাধীনতা খোঁজে।
এসো দু হাত প্রসারিত করো
আঁচলে গেঁথে নাও ধনুক
শিখে নাও বানটোনার মন্তর,
তবুও ভালোবাসো শিশুদের পবিত্র হাসি।

চলো এগিয়ে যাই, সবুজের হাতে হাত রেখে
এগিয়ে যাই, মিথ্যেকে পিছনে ফেলে
সত্যকে সাথে নিয়ে শুভ্র মেঘমালার সম্মুখে শপথ করি,
একটি সফেদ জীবন পেতে।

তোমার পাতার শরীরে আজ নতুন রেখাচিত্র ভেসে উঠেছে,
যা মেসোপটেমিয়া যুগের পথ নির্দেশক।
পুরনো বৃক্ষদেবী আজ অবতার হয়ে জেগে উঠেছে
বেলট বাক্সে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়