রুহুল কবির রিজভী : দলছুটদের দিয়ে নতুন দল বানাচ্ছে সরকার

আগের সংবাদ

তারুণ্য অভিজ্ঞতা স্বচ্ছতা : ২৯৮ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন ঘোষণা করল ক্ষমতাসীন আওয়ামী লীগ

পরের সংবাদ

১২ জিবি র‌্যামের নতুন অসাম স্মার্টফোন আইটেল এ৭০

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গেøাবাল শীর্ষস্থানীয় স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল রিলিজ করলো নতুন অসাম স্মার্টফোন আইটেল এ৭০। যেটি অসাম ফিচারস, দাম এবং ডিজাইনে পরিপূর্ণ। সাশ্রয়ী মূল্য, লাক্সারি ডিজাইন এবং সেরা ফিচারস আইটেল এ৭০ ব্যবহারকারীদের প্রদান করবে স্মার্টফোন ব্যবহারে সেরা অভিজ্ঞতা। আইটেল এ৭০ তে থাকছে নেক্সট জেন ফিউচারস্টিক ডিজাইন এবং ৮.৬ এমএম স্লিম বডি যার কম্বিনেশন এই ফোনটিকে করে তুলেছে এই সেগমেন্টের সত্যিকারের ফ্যাশন স্টেটমেন্ট। এই ফোনের সেরা ফিচারসগুলোর মধ্যে একটি হলো বিশাল ১২৮ জিবি স্টোরেজ, যা ৪০ হাজার পর্যন্ত ফটো সংরক্ষণ করতে সক্ষম। পাশাপাশি ৪ জিবি+(৮ জিবি এক্সটেন্ডেড র‌্যাম) মোট *১২ জিবি র‌্যাম যা ফোনের পারফম্যান্স ও মাল্টিটাস্কিং বুস্ট করবে, অ্যাপ স্টার্টআপের সময়কে ৬০% কমিয়ে সব মিলে ইউজারকে প্রদান করবে স্মুথ এবং অসাম স্মার্টফোন এক্সপেরিয়েন্স। আইটেল এ৭০ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে ৬৪ জিবি এবং ১২৮ জিবি। উভয় ভেরিয়েন্টেই বিশাল ৪ জিবি+(৮ জিবি এক্সটেন্ডেড র‌্যাম) মোট *১২ জিবি র‌্যাম থাকছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়