ডিবিতে অভিনেত্রী তিশার অভিযোগ : লুবাবার অভিযোগকারী আটক

আগের সংবাদ

সমঝোতা হলে পুনঃতফসিল : সুযোগ আছে সংবিধানে > আপত্তি নেই আওয়ামী লীগের > সিদ্ধান্ত নিতে হবে ১০ দিনের মধ্যেই

পরের সংবাদ

আহসান মালেকের চারটি ছড়া

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ভয়
শ্যাওড়া পাড়ার কেওড়া ঝোপে
ভূতের বসতবাড়ি,
রাতদুপুরে গাইতে থাকে
নাকি সুরে জারি!
গানের ঠেলায় প্রাণের মাঝে
জাগে ভয়ের কাঁটা,
সেই ভয়ে কেউ মাড়ায় না পথ
দেয় না একা হাঁটা!

মায়া
চিতলমারি দ্বিতল বাড়ি
চারপাশে সব গাছের সারি।
গাছ ছড়ালো শীতল ছায়া
শীতল ছায়ায় গীতল মায়া।
সেই মায়াতে হাজার আলো
তাড়ায় সবার মনের কালো!

রং ছড়ালো
আকাশরাজের ইশারাতে
মেঘরা সাজে দিনে-রাতে
কেউবা হাতি, কেউবা ঘোড়া
শ্বেত পায়রা জোড়া জোড়া!
হয় কখনো শাপলা ফুল
কিংবা খুকুর কানের দুল!
কানের দুলে হীরের আলো
হল্লা-খুশির রং ছড়ালো।

আনবে
বুবুর মাথায় ঝাঁকড়া চুল
ঝাঁকড়া চুলে বকুল ফুল।
বকুল ফুলের শাদা রং
শাদা রঙের অনেক ঢং!
ঢং দেখে তো বাঁচি না
নাচতে গিয়ে নাচি না।
নাচব এখন বেলা কই
বেলা হলো রাতের সই!
রাতের আকাশ পূর্ণিমা
নীল নীলিমার দূর সীমা।
সীমার শেষে আলোর ঘর
আনবে নতুন ধল পহর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়