ডেঙ্গুতে কমেছে রোগী ও মৃতের সংখ্যা

আগের সংবাদ

দ্বাদশ জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি : সব দলকে নির্বাচনে অংশ নেবার উদাত্ত আহ্বান > আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শিক্ষক : বলো তো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি?
ছাত্র : গরু।
শিক্ষক : গরু কীভাবে সবচেয়ে চালাক প্রাণী হয়? ব্যাখ্যা করো।
ছাত্র : ব্যাখ্যা তো আরো সহজ! বাংলা দ্বিতীয় পত্রে প্রবাদ আছে- অতি চালাকের গলায় দড়ি। বেশির ভাগ গরুর গলায় দড়ি থাকে। সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণী।

২.
ক্রেতা গেছেন পর্দার দোকানে-
ক্রেতা : ভাই, আমাকে একটা পর্দা দিন তো।
বিক্রেতা : কয় গজ?
ক্রেতা : আরে গজ না! এক ফুট দিলেই হবে।
বিক্রেতা : এক ফুট পর্দা কোন জানালায় লাগাবেন?
ক্রেতা : কেন! আমার কম্পিউটারের ‘উইন্ডোজ’-এ!
৩.
বিয়েতে এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে খাচ্ছিলেন। সেটা দেখে মেয়ের বাবা জিজ্ঞেস করলেন, ‘আর কতক্ষণ খাবেন?’
ভদ্রলোক বললেন, ‘আমি তো আর খেতে চাইছি না। কিন্তু কী করব, আপনাদের দাওয়াত কার্ডে তো লেখা ছিল, খাওয়ার সময় ৭টা থেকে ৯টা। তাই ৯টা না বাজা পর্যন্ত খাওয়া থেকে উঠি কী করে?’

৪.
বিল্টু গেছে মাছ কিনতে।
মাছওয়ালা : এই নাও, ওজনে একটু কম দিলাম, বাড়ি নিয়ে যেতে সুবিধা হবে তোমার।
বিল্টু : এই নিন টাকা।
বিক্রেতা : একি! ১০০ টাকার বদলে ১০ টাকা দিচ্ছ কেন?
বিল্টু : টাকা একটু কম দিলাম, আপনার গুনতে সুবিধা হবে।

সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়