মগবাজারে নিয়ন্ত্রণ হারানো বাসচাপায় নিহত এক

আগের সংবাদ

পাঁচ কৌশলে আওয়ামী লীগ : আজ কার্যনির্বাহী সংসদের বৈঠক > গঠিত হবে নির্বাচন পরিচালনা কমিটি

পরের সংবাদ

বাবার জন্য চিঠি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২৩ , ১:০৪ পূর্বাহ্ণ

বুঝলে বাবা, বয়স আমার
আজকে হলো ছয়,
এখন থেকে তোমার খুকি
আর তো ছোট নয়!

ইশকুলেতে যাচ্ছি আমি
পড়ছি অনেক পড়া,
সময়-সুযোগ পেলে ছবি
আঁকছি খাতা ভরা।

ছোটাপু’কে আদর করি
শাসনও হয় ম্যালা,
কিন্তু ও তো ভাবে আমি
করছি বুঝি খেলা।

তাইতো হেসে গড়াগড়ি
লুটিয়ে পড়ে গায়,

আমার রাগও জল হয়ে
তাই মাটিতে গড়ায়।

খেলনা হাঁড়ি-পাতিল দিয়ে
নিত্য আমি রাঁধি,
এলোমেলো চুলগুলোকে
নিজেই ঝুঁটি বাঁধি।

আমায় নিয়ে তোমার অনেক
চিন্তা, আমি জানি।
এবার বাবা, চিন্তাগুলো
কমাও একটুখানি।

চিন্তা তো নয়, দোয়া করো-
সফল যেন হই।
সফল হবো ‘মানুষ’ হলেই
‘মানুষ’ বিনে নই!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়