নাইকো দুর্নীতি মামলা : খালেদার বিরুদ্ধে ফের সাক্ষ্য দেবেন কানাডার দুই পুলিশ কর্মকর্তা

আগের সংবাদ

নৌকা এবার জিতবেই > যাকেই নমিনেশন দেব, ঐক্যবদ্ধভাবে তাকেই বিজয়ী করতে হবে : প্রধানমন্ত্রী

পরের সংবাদ

মায়ের কবরের পাশে শায়িত হুমায়রা হিমু

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

২০০৫ সালে বিনোদন দুনিয়ায় কাজ শুরু করেন হুমায়রা হিমু। এই সময়ে তার আসল নাম হুমায়রা নুসরাত হিমু থেকে হুমায়রা হিমু হয়। পথচলার শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। তখন এইডস নিয়ে সচেতনতামূলক একটি বিজ্ঞাপনে কাজ করেন। পরে দেখা যায় আরো কয়েকটি বিজ্ঞাপনচিত্রে। একটি চায়ের বিজ্ঞাপনচিত্রে দেখার পর প্রথম হিমুকে নাটকে সুযোগ দেন নির্মাতা তাহের শিপন। নাটকের নাম ছিল ‘পি আই’। তারপর থেকে অভিনয়ে নিয়মিত তিনি। কাজ করেছেন অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে। প্রশংসিত হয়েছেন সিনেমায় কাজ করেও। বিশেষ করে ২০১১ সালে মোরশেদুল ইসলামের পরিচালনায় ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হন এ অভিনেত্রী। দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন হিমু। তবে কয়েক বছর ধরে অভিনয়ে খুব একটা নিয়মিত ছিলেন না। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে হিমুকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান প্রেমিক জিয়াউদ্দিন ও মেকআপ আর্টিস্ট মিহির। তখনই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপরই হিমুর মোবাইল ফোনসহ গায়েব হন জিয়াউদ্দিন। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় গতকাল শুক্রবার র‌্যাব তাকে গ্রেপ্তারের তথ্য জানায়। তার মৃত্যু ঘিরে দেখা দিয়েছে রহস্য। অভিনেত্রীর গলায় রশির দাগ পাওয়া গেছে। প্রয়াত হিমুর জানাজা শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন নাট্যাঙ্গন ও চলচ্চিত্রের নির্মাতারা। জানাজা শেষে হিমুর মৃত্যুতে শোক প্রকাশ এবং তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ল²ীপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়