ডেঙ্গুতে মৃত্যু ৮ জনের, নতুন রোগী ১৭০৮

আগের সংবাদ

নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত : ক্ষণগণনা শুরু > রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ৫ নভেম্বর > তফসিল ১৪ নভেম্বর, ভোট ৭ জানুয়ারি

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শিক্ষক : বলতো বল্টু, সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?
বল্টু : হাতি স্যার!
শিক্ষক : কেন?
বল্টু : দেখেন না স্যার, হাতি খুশিতে সব সময় তার দাঁত বের করে রাখে।

২.
একদিন কোথা থেকে একটা গাধা জোগাড় করে সেটাকে নিয়ে ক্লাসে হাজির বল্টু। দেখে তো শিক্ষকের চোখ কপালে।
শিক্ষক : কিরে বল্টু, তুই এই গাধাটাকে এখানে এনেছিস কেন?
বল্টু : স্যার, আজ তো প্র্যাকটিক্যাল ক্লাস আছে। আর আপনি তো প্রায়ই বলেন, অনেক গাধা পিটিয়ে মানুষ করেছেন। তাই আজ সচক্ষে দেখব বলে ঠিক করেছি।
৩.
প্রাইভেট শিক্ষক তার তৃতীয় শ্রেণিপড়ুয়া ছাত্রের বিজ্ঞান বইটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে জিজ্ঞাসা করলেন, ‘স্কুলে কোথায় পড়াচ্ছে?’
ছাত্র : কেন স্যার, ক্লাসরুমের ভেতরে!

৪.
শিক্ষক : পড়া হয়েছে হাবলু?
হাবলু : না স্যার।
শিক্ষক : তাহলে হাত পাতো। বেতের বাড়ি খাবে।
হাবলু : একটু অপেক্ষা করুন স্যার, আমি আমার হাত ধুয়ে আসি।
শিক্ষক : কেন?
হাবলু : স্যার আপনি তো বলেছেন, কোনো কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে। আপনি তো আমাকে এখন মার খাওয়াবেন।
৫.
শিক্ষক : বলো তো টমি, রঙিন টিভি আর সাদাকালো টিভির মধ্যে পার্থক্য কী?
ছাত্র : স্যার, রঙিন টিভিতে যেটা ‘গাজর’ সাদাকালো টিভিতে সেটা ‘মূলা’!

৬.
শিক্ষক : এই যে ছেলে, তুমি আমার ক্লাসে কিছুতেই ঘুমাতে পারো না।
ছাত্র : পারি স্যার, আপনি একটু আস্তে লেকচার দিলেই পারি।
য় সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়