রাজপথে সহিংসতা ও প্রাণহানিতে মর্মাহত ইইউ

আগের সংবাদ

খুনিদের সঙ্গে সংলাপ নয় : সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

পরের সংবাদ

নতুন ধারাবাহিক ‘ক্যাম্পাস’

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ক্যাম্পাস লাইফ নিয়ে তুহিন হোসেন নির্মাণ করেছেন নাটক ‘ক্যাম্পাস’। এর চিত্রনাট্য করেছেন আওরঙ্গজেব। শিক্ষাজীবনে ক্যাম্পাস লাইফে শিক্ষার্থীদের নানা গল্প উঠে এসেছে এ নাটকে। একাধিক খণ্ড নাটক নির্মাণ করলেও ‘ক্যাম্পাস’ হচ্ছে তুহিন হোসেন পরিচালিত দ্বিতীয় ধারাবাহিক। এর আগে তিনি ‘চিরকুমার সংঘ’ ধারাবাহিক বানিয়েছিলেন। নির্মাতা গণমাধ্যমকে বলেন, যে কোনো নাটক দর্শকদের ভালো লাগার প্রধান কারণ গল্প। এর পাশের শুটিং রিলেটেড ইউনিক অনেক কিছু জড়িত। তাছাড়া নাটকটি যদি দর্শকদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া বা তার পরিচিত গল্প হয় সেই কাজটি দর্শক পছন্দ করে। ক্যাম্পাস নাটকের গল্প তেমনই। তিনি আরো বলেন, ইনডোর নয়, বিশ্ববিদ্যালয়ের বিশাল আউটডোর ক্যানভাস তুলে ধরার চেষ্টা করছি। তাই আমি মনে করি ক্যাম্পাস নাটকে দর্শক কোনো না কোনোভাবে নস্টালজিক হয়ে পড়বে। ক্যাম্পাস লাইফের সঙ্গে জীবনের ক্যানভাস যে ওতপ্রোতভাবে জড়িত সেটা এই নাটক দেখে ফিল করবে। ইতোমধ্যে ১৬ পর্বের শুটিং শেষ হয়েছে। নির্মাতা জানান, ধারাবাহিক নাটক করতে গেলে শিল্পীদের সিডিউল মেলাতে বেগ পেতে হয়। যখন ক্যাম্পাস নাটকের প্ল্যান জানালেন, তখন শিল্পীরা আন্তরিকভাবে প্রতিমাসে কয়েকদিন রাজশাহী গিয়ে শুটিংয়ে করবেন বলে কথা দিয়েছেন। শুটিংও করছেন। এর বিভিন্ন চরিত্রে আছেন নাজিয়া হক অর্ষা, রওনক হাসান, আহসান হাবীব নাসিম, চাষী আলম, পাভেল, শিবলী নোমান, ফারজানা মিহি, নাইমা মাহা, সুষমা সরকার প্রমুখ। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়