রাজপথে সহিংসতা ও প্রাণহানিতে মর্মাহত ইইউ

আগের সংবাদ

খুনিদের সঙ্গে সংলাপ নয় : সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

পরের সংবাদ

‘ওটিটি প্লে অ্যাওয়ার্ডস’ পেলেন যারা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : সারা বছর ধরে ওটিটি প্ল্যাটফর্মে আসা সিনেমা ও ওয়েব সিরিজ মিলিয়ে ভালো কাজের জন্য পুরস্কার তুলে দেয়া হয়েছে তারকাদের। ভাষা নির্বিশেষে পুরস্কৃত হলেন তারকারা। রবিবার রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো দ্বিতীয় ‘ওটিটি প্লে অ্যাওয়ার্ডস’। ভারতের নানা রাজ্যের শিল্পীরা উপস্থিত ছিলেন একমঞ্চে। বলিউড থেকে টলিউড, দক্ষিণী তারকাদেরও দেখা গেল এদিনের আসরে। এদিন টলিউডের মুখ উজ্জ্বল করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেন বুম্বাদা। ‘জুবিলি’ সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মান উঠল তাঁর হাতে। জনপ্রিয়তার বিচারে সেরা অভিনেতা হয়েছেন ‘ফ্রেডি’র ‘কার্তিক আরিয়ান’। অনুষ্ঠানে হাজির ছিলেন কাজল, রবিনা টন্ডন, নওয়াজউদ্দিন সিদ্দিকি, চিত্রাঙ্গদা সিং, রাজ কুমার রাওসহ বলিউডের একঝাঁক তারকা। ওয়েব সিরিজ ‘রকেট বয়েজ-২’এর জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন জিম সর্ব। সেরা অভিনেত্রী সবিতা ধুলিপালা। যিনি অভিনয় করেছেন ‘দ্য নাইট ম্যানেজার ওমেড ইন হেভেন’ ওয়েব সিরিজে। সিনেমায় যৌথভাবে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন সানিয়া মালহোত্রা ‘কাঁঠাল-এ অভিনয়ের জন্য এবং ঐশ্বর্য ল²ী ‘আম্মু’তে অভিনয়ের জন্য। ওটিটি বর্ষসেরা পারফর্মার নির্বাচিত হয়েছেন অদিতি রাও হায়দারি। যাকে পাওয়া গেছে ‘তাজ : ডিভাইড অ্যান্ড রুল’ ও ‘জুবিলি’ সিরিজে। ‘রানা নাইডু’ ওয়েব সিরিজে অভিনয়ের জন্য ওটিটির সবচেয়ে সম্ভাবনাময় অভিনেতার পুরস্কার জিতেছেন রানা দ¹ুবাতি। সেরা পরিচালক ওয়েব সিরিজের জন্য- রাজ ও ডিকে (ফরজি) এবং পবন সাদিনেনি (দয়া)। সেরা খলনায়িকা মুকুট পেলেন দর্শনা রাজেন্দ্রন, ওয়েব সিরিজ ‘পুরুষা প্রেথাম’-এ অভিনয়ের জন্য। খলনায়কের জায়গা দখল করেছেন ‘শয়তান’ এ অভিনয় করে ঋষি। ‘জুবিলি’তে অভিনয়ের জন্য ব্রেকিং দ্য মোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন অপার শক্তি খুরানা। এদিকে অভিষেকেই ওটিটি দুনিয়ায় এসে চমকে দিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। ‘দ্য ট্রায়াল’ এ অভিনয়ের জন্য সেরা ডেব্যু অভিনেত্রী হলেন তিনি। নয়নিকা সেনগুপ্ত নামে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন কাজল। তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে থাকার পর এমন অ্যাওয়ার্ড পেলেন এই অভিনেত্রী। একই ক্যাটাগরিতে পুরুষ অভিনেতার জায়গায় আছেন বাবিল খান। যার অভিনীত সিনেমা ‘কালা’। চমক দিয়েছেন ‘মিস্টার ইন্ডিয়া’ খ্যাত অনিল কাপুরও। ‘দ্য নাইট ম্যানেজার’ এ অভিনয়ের জন্য জিতে নিয়েছেন জনপ্রিয়তার বিচারে সেরা অভিনেতার পুরস্কার। সেরা বাস্তবধর্মী সিরিজ নির্বাচিত হয়েছে নেটফ্লিক্সের ‘স্কুপ’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়