কাপাসিয়ায় গ্রেপ্তার ৭৬, বিএনপির দাবি শতাধিক

আগের সংবাদ

ভুল চালে ব্যাকফুটে বিএনপি : দিতে হচ্ছে সহিংসতার খেসারত > নতুন করে আন্দোলনে গতি ফেরানো কঠিন হবে

পরের সংবাদ

রাণীশংকৈলে বিক্ষোভ : ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদ

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়লি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী সম্মিলিত ওলামা পরিষদ।
গতকাল শনিবার পৌর শহরের মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজ মাঠে শেষ হয়। সেখানে সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি মাও. আব্দুল মজিদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত ওলামা পরিষদের সম্পাদক মাও. শামসুদ্দীন, মাও. নুরুজাম্মন, মাও. রাজেকুল ইসলাম, তমিজ উদ্দীন, আ. আলিম, আসলাম, আ. মানিক, অধ্যক্ষ মাওলানা মাসউদ আলম, মাও. হারুন অর রশিদ প্রমুখ। এ সময় বক্তরা ফিলিস্তিন মুসলমানদের ওপর ইসরায়লি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরায়লি হামলা বন্ধেরও আহ্বান ও ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ঠ্রের স্বীকৃতিসহ ৭ দফা দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়