কাপাসিয়ায় গ্রেপ্তার ৭৬, বিএনপির দাবি শতাধিক

আগের সংবাদ

ভুল চালে ব্যাকফুটে বিএনপি : দিতে হচ্ছে সহিংসতার খেসারত > নতুন করে আন্দোলনে গতি ফেরানো কঠিন হবে

পরের সংবাদ

ঝালকাঠিতে ছয় জেলের কারাদণ্ড, জাল জব্দ

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মো. নাঈম, ঝালকাঠি (শহর) থেকে : ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ছয় জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার ৫শ মিটার জাল ও ৩৯ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গত শুক্রবার সকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত মৎস্য দপ্তরের অভিযানে জেলার সুগন্ধা নদীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বিকনা এলকার মৃত মেনাজউদ্দিন ছেলে মো. মাইনুল হোসেন, নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত আশ্রাফ আলী খন্দকারের ছেলে মো. সহিদ খন্দকার, নলছিটি পৌর এলাকার মৃত সোবহান আকনের ছেলে ছোরাপ আকন (৩২) ও আজিজ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার, হদুয়ার বৈশাখীয়া এলাকার মো. কাদের হাওলাদারের ছেলে আমানুল্লাহ ওরফে সারোয়ার, মৌজে আলীর ছেলে সজীব। এ নিয়ে জেলার ১২ জন জেলেকে জেল দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ৩৯ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করে জেলার বিভিন্ন এলাকায় জনসম্মুখে জাল পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত জালের মূল্য প্রায় ৫ লাখ ১০ হাজার বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।

তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা কার্যকরে জোরদার অভিযান চলমান থাকবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ তাই মা ইলিশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো জানান, মৎস্য সংরক্ষণ-১৯৮৫ এর বিধিমালা অনুযায়ী তাদের ৬ জনকে ১ বছর করে জেল দেয়া হয়েছে। আমাদের অভিযান ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়