নব্বইয়ের ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যু

আগের সংবাদ

সংলাপসহ পাঁচ দফা সুপারিশ : বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রশংসা মার্কিন পর্যবেক্ষক দলের

পরের সংবাদ

সেলফোন আসক্তি কমানোর উপায়

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দিনের একটি বড় সময় বিভিন্ন প্রয়োজনে সেলফোন ব্যবহার করতে হয়। কিন্তু অপ্রয়োজনেই যেন বেশি সময় চলে যায়। এতে শিক্ষার্থীদের পড়াশোনাসহ ব্যক্তি বিশেষে বিভিন্ন কাজে সমস্যা হয়। রাত জেগে সেলফোন ব্যবহার চোখ ও শরীরের জন্য ক্ষতিকর। এ সমস্যা থেকে মুক্তি পেতে সবার সেলফোনেই একটি অপশন রয়েছে। আর এটি হলো ফোকাস মোড। ডিভাইসের ফোকাস মোড আসলে অ্যান্ড্রয়েডের ডিজিটাল ওয়েলবিং ফিচারের অংশ। ফোকাস মোড অ্যাপের নোটিফিকেশন ব্লক করে কাজের দিকে মন দিতে সাহায্য করে। এটি ম্যানুয়ালি চালু করা যাবে আবার শিডিউলও করে রাখা যাবে। এটি অনেকটা আইফোনের ডু নট ডিস্টার্বের মতো কাজ করে। ফোকাস মোড চালু বা শিডিউল করলে সেলফোনের নির্দিষ্ট অ্যাপ ধূসর হয়ে যাবে। এসব অ্যাপ থেকে কোনো নোটিফিকেশন পাওয়া যাবে না। যেকোনো সময় এ ফোকাস মোড চালু করা যাবে। অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে এটি চালু করতে হলে কিছু ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে স্মার্টফোনের সেটিংসে প্রবেশ করে ডিজিটাল ওয়েলবিং খুঁজে সেখানে যেতে হবে। সেখান থেকে প্যারেন্টাল কন্ট্রোল অপশনে গেলেই ফোকাস মোড পাওয়া যাবে। এ মোডে ক্লিক করলেই অ্যাপের তালিকা ব্যবহারকারীর সামনে চলে আসবে। যেসব অ্যাপে ফোকাস মোড চালু করা প্রয়োজন সেগুলো নির্বাচন করতে হবে। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এভাবে বন্ধ করা যাবে। একটি নির্দিষ্ট সময় নিয়মিত ফোকাস মোড স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় করতে চাইলে সেটিংসে থাকা শিডিউলে ক্লিক করতে হবে। এরপর সময় সিলেক্ট করতে হবে, তারপর দিন ঠিক করতে হবে। সবকিছু সেট করে টার্ন অন চাপ দিলেই শিডিউল চালু হয়ে যাবে। সূত্র: হাউ টু গিক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়