ডেঙ্গু পরিস্থিতি : ১৩ জনের মৃত্যু আক্রান্ত ২৪২৫

আগের সংবাদ

আওয়ামী লীগের নতুন কর্মসূচি : রাজপথ পাহারা দেয়া, দল চাঙ্গা রাখার লক্ষ্য

পরের সংবাদ

রামপাল-মোংলার সব উন্নয়ন শেখ হাসিনার অবদান : উপমন্ত্রী হাবিবুন নাহার

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার তালুকদার বলেছেন, সারাদেশের গ্রাম বাংলাসহ বাগেরহাটের রামপাল-মোংলার যতো উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। এটা আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনার অবদান, এখানে অন্য কোনো সরকারের অবদান নেই। গতকাল বৃহস্পতিবার বাগেরহাটের রামপালে নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আপনারা জানেন রামপাল ও মোংলা উপজেলা বাগেরহাট জেলার মধ্যে সব থেকে ঝুঁকিপূর্ণ ও দুর্যোগ প্রবন এলাকা। এখানকার মানুষ প্রাকৃতিক নানা দুর্যোগ মাথায় নিয়ে বসবাস করে। এই ফায়ার স্টেশনের মাধ্যমে মানুষের নিরাপত্তা বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব জাহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের উপপরিচালক মামুন মাহমুদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়