প্রস্তুতি ম্যাচ : ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের হার

আগের সংবাদ

রাজনীতিতে সমঝোতার উদ্যোগ! : বৈরিতার পারদ নিম্নমুখী, আ.লীগের ৫ সদস্যের কমিটি, প্রতিনিধি দল গঠন করছে বিএনপি

পরের সংবাদ

কষ্ট দিও না

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দিনের শেষে আঁধার নামে ঘুমায় যখন গাঁ,
একলা কাঁদে বিজন রাতে অকূল নদের না’।

ঝুম বরষায় দৃষ্টি হারায় কৃষ্টি গেছে খোয়া,
জল হারিয়ে ডুকরে কাঁদে তিস্তা-করতোয়া।

ব্রিটিশ-পাকি-ওলন্দাজও সব নিয়েছে লুটে,
যা ছিল তার নেই তো কিছু শূন্য করপুটে।

বন হারিয়ে রোদন করে পাখপাখালি কাঁদে,
কোন ভুলে যে সোনার বিহগ আটকে গেছে ফাঁদে।

দিন বদলের পালায় এখন মুক্ত আমার পাখি,
সযতনে রাখবে তারে আজকে বলে রাখি।

থাকতে হবে সবার তাকে ভালো করে চেনা,
জানো তো সে নয় সাধারণ, অনেক দামে কেনা।

লাল ও সবুজ বৃত্ত ত্রিভুজ ছক বা সারণী,
কার কথাটা বলছি আমি বুঝতে পারোনি?

দেশের কথা বলছি আমি, দেশ মানে তো মা,
আর যা করো তোমরা তাকে কষ্ট দিও না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়