ভোটের দিন বাইক চালাতে পারবেন সাংবাদিকরা : ইসির অতিরিক্ত সচিব

আগের সংবাদ

ভিডিওবার্তায় তামিম ইকবাল : নোংরামিতে থাকতে চাইনি > কখনো বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না > তীর ৩ শীর্ষ কর্মকর্তার দিকে

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রথম ছাত্র : বলো তো গাড়ি তৈরি না হলে কেমন হতো?
দ্বিতীয় ছাত্র : কী যে মজা হতো।
প্রথম ছাত্র : মজা হতো মানে?
দ্বিতীয় ছাত্র : প্রতিদিন দেরি করে স্কুলে যেতে পারতাম।

২.
বাবা : আচ্ছা স্যার, বলুন তো আমার ছেলে বড় হয়ে কী হবে?
স্যার : মহাকাশচারী হবে।
বাবা : কীভাবে বুঝলেন?
স্যার : যখন আমি ক্লাসে তাকে দেখি তখন সে মনে হয় চাঁদের দেশে হাঁটছে। আর যখন প্রশ্ন করি তখন সে আকাশ থেকে পড়ে।

৩.
গৃহশিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন।
স্যার : অনেক সময় ‘কার’ যুক্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির পেশা পরিচয় বোঝায়। যেমন: সুর করেন যিনি সুরকার, গান লিখেন যিনি গীতিকার, ছড়া লিখেন যিনি ছড়াকার। এবার তুমি একটি উদাহরণ দাও।
ছাত্র : প্রাইভেট পড়ান যিনি, প্রাইভেটকার।

৪.
এক ছেলে জাম গাছের পাশে একটি গোলাপ গাছের চারা লাগাল। তা দেখে এক লোক জিজ্ঞেস করল, ‘কী খোকা, জাম গাছের পাশে গোলাপ ফুলের চারা লাগাচ্ছ কেন?’
খোকা চট করে উত্তর দিল, ‘গোলাপজাম খাব তো! তাই জাম গাছের পাশে গোলাপের চারা লাগাচ্ছি।’

৫.
আবুল গোয়েন্দা বিভাগে ইন্টারভিউ দিতে এসেছে।
প্রশ্নকর্তা : বলুন তো, কেন আসামি সব সময় ফিঙ্গারপ্রিন্ট রেখে যায়?
আবুল : ওরা বেশির ভাগ সময় অশিক্ষিত হয়, তাই আঙুলের ছাপ রেখে যায়! শিক্ষিত হলে অবশ্যই সাইন করে যেত!

৬.
বিচারক : চুরি করার সময় তোমার স্ত্রী আর মেয়েটার কথা একবারও মনে হলো না?
চোর : হয়েছিল তো হুজুর, কিন্তু দোকানটায় শুধু পুরুষদের কাপড়ই ছিল!

: সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়