গোলটেবিল বৈঠকে বক্তারা : ব্রিকসের সদস্য না হলেও অংশ নেয়া বাংলাদেশের জন্য ইতিবাচক

আগের সংবাদ

সাইবার নিরাপত্তা আইন চূড়ান্ত : মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন, ফিরে আসছে অফিসিয়াল সিক্রেসি আইন

পরের সংবাদ

রাজশাহী থেকে অস্ট্রেলিয়ায় প্রীতম-ফারিণ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : সম্পর্কে দূরত্বের কারণে মাঝে মাঝে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ, অনেকখানি ক্ষোভ। এ রকম এক লং ডিস্টেন্স রিলেশনশিপের গল্প নিয়েই শিহাব শাহীন নির্মাণ করেছেন সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। সিনেমাটির কিছু শুটিং হয়েছে বাংলাদেশের রাজশাহী আর কিছু অংশ হয়েছে অস্ট্রেলিয়ায়। সিনেমার মূল চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। সদ্য বিবাহিত এই অভিনেত্রী জানান, সিনেমার গল্পের সঙ্গে নাকি তার জীবনের অনেকখানি মিল রয়েছে। তিনি বলেন, এই সিনেমার গল্প আমার জীবনের সঙ্গে অনেকখানি মিলে যায়। আমার আর আমার হাসবেন্ডের লং ডিসটেন্স রিলেশন ছিল। তাই নিজের সঙ্গে কানেক্ট করে কাজ করতে ভালো হয়েছে। সিনেমায় আমার চরিত্রের নাম শারমিন। সে অতীতের সম্পর্কে নিয়ে বেশ ঝামেলায় পড়েছিল। তবে ফারহানের সঙ্গে মিট করার পর দারুণ কিছু হয়। এই সিনেমায় নিজের চরিত্র নিয়ে প্রীতম বলেন, আমি এখানে রুয়েটের একজন স্টুডেন্টের চরিত্র করেছি। একটা ট্রমাটিক ও হার্ডশিপ চাইলহুড নিয়ে বড় হয় ছেলেটি। সে বেশ রুক্ষ আর অনেক কিছু সম্পর্কে তার জানা নেই। তবে প্রথমবার প্রেম, পরে অনেক কিছুই বদলে যেতে থাকে তার জীবনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়