মাদকবিরোধী অভিযান : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৬১

আগের সংবাদ

সমঝোতার কফিনে শেষ পেরেক : ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা রাজনীতিসহ পুরো সমাজব্যবস্থায় বিভাজন সৃষ্টি করেছে

পরের সংবাদ

মুঠোফোনে হ্যারি পটার গেম

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কেমন হতো যদি বইয়ের পাতার জনপ্রিয় চরিত্র হ্যারি পটারের চলাফেরা নিয়ন্ত্রণ করা যেত? তাও আবার ছেলেবেলা থেকে। শুনতে অবাক লাগলেও রোমাঞ্চকর এ অনুভূতির সুযোগ মিলবে মুঠোফোনে। ‘হ্যারি পটার: হগওয়ার্টস মিস্টেরি’ গেমটিতে হ্যারি পটার সিরিজের সবগুলো চরিত্রই রয়েছে। তাদের নিয়ে বিভিন্ন রহস্যময় অভিযানেও যাওয়া যাবে। হ্যারি পটার ভক্তদের জন্য গেমটা তৈরি করেছে জ্যাম সিটি। অ্যান্ড্রয়েড এবং আওএস অপারেটিং সিস্টেমে চলা গেমটির কাহিনি শুরু হয়েছে হ্যারি পটারের শৈশব থেকে। ৪ বছরের হ্যারি পটারের সঙ্গে সময় কাটানো জন্য গেমের শুরুতেই নিজের জন্য একটি চরিত্র বেছে নিতে হবে। এটিই হবে গেমের মূল চরিত্র। তারপর ঠিক হ্যারি পটারের মতোই বইপত্র নিয়ে গেমারকে যেতে হবে হগওয়ার্টসে। সহপাঠীদের সঙ্গে পরিচিত হয়ে পড়ালেখা করতে হবে। এখানেই একে একে অন্য সব চরিত্রের দেখা মিলবে। গেমটিতে কাজের ধরন অনুযায়ী বেশ কিছু কাজে পারদর্শী হতে হবে। গেমটির বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণেও অংশ নেওয়ার সুযোগ পাওয়া যাবে। তবে এমনিতে এ সুযোগ মিলবে না, সঠিক সময়ে অপশন নির্বাচন করতে হবে। গেমে অনেকগুলো মিশন রয়েছে। প্রতিটি মিশনের জন্য দরকার হবে এনার্জির। অনেক সময় মিশনের মাঝামাঝি থাকা অবস্থায় এনার্জি ফুরিয়ে যায়। ফলে সতর্কতার সঙ্গে মিশন খেলতে হবে। গেমের ওপরের দিকে এনার্জির লেভেল দেখা যাবে। গেমটির গ্রাফিকস, চরিত্রের মডেল, এমনকি মিশনের নকশাও বেশ সুন্দর। গেমটির আগের সংস্করণে কিছু সমস্যা থাকলেও হালনাগাদ সংস্করণে সেগুলো সমাধান করা হয়েছে। ১৬২ মেগাবাইট আকারের গেমটি এরই মধ্যে ৫ কোটির বেশি মানুষ ডাউনলোড করেছেন। অ্যাপস্টোরে ৪.৭ রেটিং পাওয়া গেমটির আকার একটু বড়, ২২৬.৪ মেগাবাইট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়