বাংলাদেশ তামাকবিরোধী জোট : তামাক নিয়ন্ত্রণ আইন মানে না বিএটি ও জেটিআই

আগের সংবাদ

মাধ্যমিকে ফের একমুখী শিক্ষা : এখন পাঠ্যবই রচনা চলছে, শিক্ষাপ্রতিষ্ঠান এখনো অন্ধকারে

পরের সংবাদ

নিষেধাজ্ঞা পেরিয়ে মণিপুরে ‘উরি’

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দীর্ঘ ২৩ বছর পর সংঘর্ষ-বিধ্বস্ত মণিপুরে ফিরল হিন্দি সিনেমা। মঙ্গলবার বহু প্রতীক্ষিত রুপালি পর্দায় উন্মোচন হলো আদিত্য ধর পরিচালিত, ভিকি কৌশল অভিনীত ‘উরি’র হাত ধরে। এই ছবি প্রদর্শিত হলো চূড়াচাঁদপুর এলাকার এক অস্থায়ী খোলা থিয়েটারে। ‘হমার স্টুডেন্টস ইউনিয়ন’ নামক সংগঠন বহুদিন ধরেই মণিপুরে দুই দশক ধরে চলতে থাকা হিন্দি ছবির ওপর এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছিল। অবশেষে তারা আরো এক ধাপ এগিয়ে হিন্দি ছবি প্রদর্শনের উদ্যোগ নেয় গতকাল। এই নিষেধাজ্ঞা ২০০০ সালে ‘রেভোলিউশনারি পিপলস ফ্রন্ট’, ‘পিপলস লিবারেশন আর্মি’র একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শাখা, যা একটি মেইতি প্রভাবিত গোষ্ঠী। যদিও এরপর আদিবাসী উপজাতি নেতাদের ফোরাম, যেটি মূলত কুকি উপজাতিদের কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করে, সিনেমা প্রদর্শনের পক্ষে তাদের অবস্থান তুলে ধরে। উল্লেখ্য, সিনেমাটি শুরু হওয়ার ঠিক আগে খোলা থিয়েটারের মধ্য দিয়ে দেশের জাতীয় সংগীত বেজে ওঠে। মণিপুরে সর্বশেষ হিন্দি ছবি দেখানো হয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’, ১৯৯৮ সালে। করণ জোহর পরিচালিত শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, কাজল অভিনীত ছবি ছিল এটি। ২০০০ সালে যখন নিষেধাজ্ঞা প্রদান করা হয়, তখন আন্দোলনকারীরা হাজার হাজার হিন্দি ভিডিও ও অডিও ক্যাসেট, সিডি জ্বালিয়ে দেন বলে জানা যায় । হিন্দি ছবি তাদের রাজ্যের নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতি আঘাত হানতে পারে। তবে সেই নিষেধাজ্ঞা সরিয়ে অবশেষে ২৩ বছর পর স্বাধীনতা দিবসে হিন্দি ছবি ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ প্রদর্শিত হলো। ২০১৯ সালে মুক্তি পায় ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ নামক মিলিটারি অ্যাকশন ঘরানার এই ছবি। ২০১৬ সালের ‘উরি অ্যাটাক’-এর বাস্তব ঘটনা অবলম্বনে এই ছবি তৈরি হয়। ভিকি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ইয়ামি গৌতম, মোহিত রায়না, কীর্তি কুলহারি, পরেশ রাওয়াল প্রমুখ।
– মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়