‘নারীরা জায়েদ খানে আটকায়’ বলায় লিগ্যাল নোটিস

আগের সংবাদ

পিতার সমাধিতে ফুলেল শ্রদ্ধা : টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কন্যা হাসিনা-রেহানা

পরের সংবাদ

সূর্যের কালোসকাল

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

তখনো ভোরের সূর্য ফোটেনি
আবিররাঙা ফুলের মতো।
প্রশান্তি ধুয়া চিত্তে
বাবা কোমল জায়নামাজখানি
পরম যতেœ তুলে রেখেছেন- এইমাত্র।
মায়ের বুকের ওম নিয়ে
সারারাত যে শিশুটি ছিলো নিরাপদে
সরে গেছে সে মায়ের উষ্ণতা ছেড়ে।
নববধূর মেহেদিমাখা যে-দু’হাত
পরম মমতায় জাপটে রেখেছিলো
কোনো সুপুরুষের বিস্তৃত বক্ষ;
তাও খসে পড়েছে; ক্লান্তির মিষ্টি শিহরণে।
সফেদ পাঞ্জাবি-কুর্তায় আবৃত
কোনো শাদামানবের সুরেলা আজান ধ্বনি
এইমাত্র হলো শেষ।
জানালার সানসেটে একঝাঁক চড়ুই
বিভাজিত ভালোবাসায় ছিলো মশগুল,
মহামৌন আকাশের মায়াবি আবেশ
আর বাতাসে হিম ছড়ানো ভালোবাসায়
সিক্ত আমার সোনার বাংলাদেশ।

অকস্মাৎ কতিপয় জারজ কুলাঙ্গার
ইতিহাসের কালো অধ্যায় থেকে ওঠে এলো;
ষড়যন্ত্রের গরলে ভেজানো হাতগুলো
ঝাঁঝরা করে দিলো
ছাপান্ন হাজার বর্গমাইল বুকে নিয়ে
গড়ে ওঠা এক মহামানব- জাতির পিতাকে।

সেদিন সুনীল আকাশ ফেটে
ঝরে পড়লো একরাশ বজ্রনিনাদ;
শান্ত সৌম্য বঙ্গোপসাগরের অপরিমেয় জলরাশি
ফুঁসে উঠলো,
ধ্যানে মগ্ন জৈন্তা পাহাড়ের সবুজ বৃক্ষরাজি
প্রবল আক্রোশে কেঁপে উঠলো থরো-থরো,
একঝাঁক শাদা কবুতর নিরুদ্দেশ হলো
এই ব-দ্বীপ ছেড়ে।

নেমকহারামিরা খামচে খেয়েছে এদেশের মাটি,
কতিপয় সরীসৃপ শুভ্রকাননে বিষ ঢেলেছে
একুশ বছর,
খেঁকশিয়াল আর হায়ানার দল দাপিয়ে বেড়িয়েছে
আমার সোনার বাংলায়!

হায়! এই লজ্জার কৃষ্ণতিলক
মুছে দিবে সে-কোন মহাকাল?
পঙ্কিলসমুদ্র থেকে টেনে তুলবে
সে-কোন মহাননেতা?
অতঃপর
বাংলার মাটি ফুঁড়ে কাদা-জল মেখে
ওঠে এলেন এক মহীয়সী নারী,
কোলে তুলে নিলেন ক্ষত-বিক্ষত বাংলাদেশকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়