মানহানির মামলা : যুগান্তর প্রকাশক সালমা ইসলামসহ ৩ জন খালাস

আগের সংবাদ

বৃষ্টির অজুহাতে ফের বাড়ছে দাম

পরের সংবাদ

শুক্রগ্রহে হবে ‘ভাসমান মানববসতি’!

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : সম্প্রতি আটলান্টিক মহাসাগরের নিচে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ধ্বংস হয় টাইটান। এতে থাকা পাঁচজনের সলিলসমাধি হয়েছে আটলান্টিকের তলদেশে।
ওই পাঁচজনের মধ্যে ছিলেন টাইটানের মালিক ওশানগেট কোম্পানির সহপ্রতিষ্ঠাতা স্টকটন রাশ। এবার ওশানগেটের আরেক প্রতিষ্ঠাতা গুইলারমো সোহানলেইন আরো এক দুঃসাহসিক অভিযানের ঘোষণা দিয়েছেন। ইউএসএ টুডে।
সা¤প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে ওশানগেটের এই সহপ্রতিষ্ঠাতা জানিয়েছেন, ২০৫০ সালের মধ্যে অন্তত এক হাজার মানুষকে শুক্রগ্রহে নিতে চান তারা। ওই গ্রহে ‘ভাসমান মানববসতি’ তৈরি করতে চান তারা। সোহানলেইন আরও জানান, টাইটান ট্র্যাজেডির মতো দুর্ঘটনা সত্ত্বেও মানবতার সীমাবদ্ধতার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আরব নিউজ। ওশানগেট ছাড়াও সোহানলেইন হিউম্যানস টু ভেনাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়