রাজধানীতে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

আগের সংবাদ

ঐক্যের প্রতিশ্রুতি তৃণমূলের : আ.লীগের বর্ধিত সভায় স্থানীয় কোন্দল নিরসনের তাগিদসহ নানা আবদার তুলে ধরেন নেতারা

পরের সংবাদ

জীবন বাঁচালো অ্যাপল ওয়াচ

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিশ্বের বিভিন্ন প্রান্তে অ্যাপল ওয়াচ কিভাবে মানুষের প্রাণ বাঁচিয়েছে তা নিয়ে অনেক খবর হয়েছে। সম্প্রতি এক নারীকেও মৃত্যুর মুখ থেকে বাঁচালো অ্যাপল ওয়াচ। অ্যাপলের স্মার্টওয়াচ স্বাস্থ্য সমস্যাগুলো দ্রুত শনাক্ত করতে সাহায্য করে। এই নারীর ক্ষেত্রেও ‘ফল ডিটেকশন’ বৈশিষ্ট্যটি ব্যবহার করে জরুরি পরিষেবায় স্বয়ংক্রিয় ভাবে যোগাযোগ করে প্রাণ বাঁচিয়েছে অ্যাপল ওয়াচ। সম্প্রতি ওই মহিলার ছেলে রেডইটে অ্যাপল ওয়াচের প্রশংসা করে লিখেন, তার মা একবার ফ্লোরিডার ফোর্ট লডারডেলে একটি ব্যবসায়িক কাজে গিয়েছিলেন। সেখানে তিনি একা একটি হোটেলে ছিলেন। হোটেলে থাকাকালীন হঠাৎ তার বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন এবং এক বন্ধুকে সাহায্যের জন্য একটি মেসেজ করেন। এরপর তার মায়ের বন্ধু হোটেলের ঘরে এসে দেখেন, তিনি মেঝেতে পরে আছেন। তিনি দ্রুত অ্যাম্বুলেন্সকে খবর দেয়ার চেষ্টা করেন। সূত্র: অ্যাপলনিউজ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়